হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ তিতের প্রাপ্য ছিল, জানালেন নেইমার 

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ঘণ্টা বেজে যায় ব্রাজিলের। বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন কোচ তিতে। নেইমার মনে করেন, এবারের বিশ্বকাপ তিতের প্রাপ্য ছিল। 

গ্রুপ পর্বে সার্বিয়া ও সুইজারল্যান্ড-এই দুই ইউরোপীয় দলকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছিল সেলেসাওরা। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নেইমার মনে করেন, এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিলেন। ইনস্টাগ্রামে তিতেকে নিয়ে দেওয়া পোস্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লেখেন, ‘আমাদের অনেক সুন্দর মুহূর্ত আছে। আবার অনেক দুঃখের মুহূর্ত আছে, যা দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। বিশ্বকাপ আপনার প্রাপ্য।’ 

১৬ জুন, ২০১৬ ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিতে। তিতের অধীনে ৬ বছরে ৮১ ম্যাচ খেলেছে ব্রাজিল। জিতেছে ৬১ ম্যাচ, ড্র করেছে ১৩ ম্যাচ এবং হেরেছে ৭ ম্যাচ। তিতে সম্পর্কে নেইমার আরও বলেন, ‘আমার দেখা অন্যতম সেরা কোচ আপনি। আমি সবসময় আপনার প্রশংসা করি।’ সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ প্রফেসর তিতে।’ 

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপরের পাঁচ বিশ্বকাপেই নকআউট রাউন্ডে হেরেছে সেলেসাওরা। যার মধ্যে চারবার হেরেছে কোয়ার্টার ফাইনালে এবং একবার সেমিফাইনালে। পাঁচবারই ব্রাজিল হেরেছে ইউরোপীয় দলগুলোর কাছে।

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট

কলকাতায় মেসির ব্যস্ততা শুরু, উদ্বোধন করলেন ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য

অ্যানফিল্ডে কি আজ দেখা যাবে সালাহকে

‘রিয়াল মাদ্রিদে এমন নাটক আগেও অনেকবার দেখেছি’