আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগ খেলতে হ্যারি কেইন তখন উত্তর লন্ডনে। এ সময় ঘটে যায় সেই ভয়ংকর ঘটনা। সড়ক দুর্ঘটনায় পড়েন তাঁর তিন সন্তান। অবশ্য মারাত্মক কোনো কিছু ঘটেনি। সুস্থ আছেন হ্যারির সন্তানেরা। তবে সতর্কতার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় গত সোমবার রাতে বায়ার্ন মিউনিখের হয়ে আর্সেনালের মুখোমুখি হতে ইংল্যান্ডে ফেরেন কেইন। সেদিন বিকেল ৫টা ১৫ মিনিটে মিউনিখের কাছাকাছি বাভারিয়ায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। হাইওয়ের স্লিপ লেন দিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি কালো মার্সিডিজ ভিতো ফন এবং রেনাল্টের মধ্যে সংঘর্ষ হয়। জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে এমনটাই।
মার্সিডিজে ছিল ইংল্যান্ড অধিনায়ক কেইনের তিন পুত্র ৩ বছর বয়সী লুইস, ৫ বছর বয়সী ভিভিন্নে ও ৭ বছর বয়সী আইভি। আর রেনাল্টে ছিল ২০ বছর বয়সী এক চালক। তবে সৌভাগ্যবশত, সেই দুর্ঘটনায় মারাত্মক কিছু হয়নি। সবাই সুস্থ আছে।
ঘটনাস্থল থেকে কেইনের সন্তানদের দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে করে এবং তাদের কোনো মারাত্মক কিছু ঘটেনি। হয়তো সেই মার্সিডিজে কেইনের স্ত্রী কেট এবং গত আগস্টে জন্ম নেওয়া তাঁদের চতুর্থ সন্তানও ছিল।
এ দুর্ঘটনায় পড়েন ল্যান্ড রোভার চালিয়ে আসা ৬২ বছর বয়সী একজন ভদ্রমহিলাও। দুর্ঘটনায় পড়া ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে কারও খুব বেশি চোট লাগেনি।
পরিস্থিতিটা কেইনের জন্য ভীতিজনক হলেও সেই দুর্ঘটনার একদিন পর এমিরেটসে অসাধারণ পারফরম্যান্স করেন কেইন। প্রথম লেগে অবশ্য গানারদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। পেনাল্টি থেকে একটি গোল করেন কেইন।