হোম > খেলা > ফুটবল

মেসির সমালোচকদের নেইমারের জবাব

মৌসুম শুরুর আগে ফরাসি সুপার কাপের শিরোপা নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজিকে)। এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার। 

৪-০ ব্যবধানের জয়ে শুরুটা হয় মেসির গোল দিয়ে। এরপর নেইমারও করেন জোড়া গোল। ম্যাচের পর মেসি পিএসজিতে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য জানিয়ে দিয়েছেন, মেসি সব সময় মেসি। 

ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ডে নেইমারের পাস থেকেই গোল করেন মেসি। শিরোপা জয়ের পর এই ম্যাচ দিয়ে নতুন মেসির দেখা মিলল কি না জানতে চাইলে কিছুটা বিরক্তই হন নেইমার। ব্রাজিল তারকা বলেছেন, ‘আমি সেটা মনে করি না। আমার মনে হয় মানুষ বেশি কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, দলের ভেতরে কী ঘটছে। লিও (মেসি) হচ্ছে লিও। সে এখনো লিও। এটা বদলাবে না।’ 

শিরোপা দিয়ে মৌসুম শুরু করে তৃপ্ত নেইমার আরও বলেন, ‘এটা আশা করা হয় যে, আমার, লিও এবং কিলিয়ানের (এমবাপ্পে) জন্য সবকিছুই ঠিকঠাক হবে। আমরা তিনজন ভালো থাকলে, সেটা দলের জন্য ভালো। তবে আমি তৃপ্ত। জয় দিয়ে শুরু করাটা ভালো। এটা এমন ম্যাচ যেটা দিয়ে আমরা শিরোপা জিতেছি।’ 

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী