হোম > খেলা > ফুটবল

৩৯ লাখ টাকায় বিক্রি হবে পেলের জার্সি 

উচ্চ দামে বিক্রি হবে পেলের ৫০ বছরের পুরোনো এক জার্সি। ধারণা করা হচ্ছে, নিলামে এর দাম হতে পারে ৩০ হাজার পাউন্ড (৩৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা)। হ্যানসনস অকশনিয়ার্স নামের এক নিলামকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। 

১৯৭১ সালে পেলের শেষ আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে এই জার্সি বানানো হয়েছিল। পেলে সেই জার্সি না পরে এক সংবাহককে দিয়েছিলেন। শ্রপশায়ারের এক রেস্তোরাঁর ম্যানেজার পরে সেই জার্সি কিনেছিলেন। ৩৩ বছর বয়সী নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানিয়েছেন, তিনি এটা ২০২০ সালে এক প্রাইভেট কালেক্টরের কাছ থেকে কিনেছিলেন। এ রকম স্মরণীয় জিনিস রাখতে পেরে খুব খুশি এমন ফুটবল স্মারক নিজের কাছে রাখতে পেরে খুব খুশি তিনি। 

গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে। তার আগে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন ৯২ ম্যাচ। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ২০০০ সালে ফিফার শতাব্দীসেরা খেলোয়াড় হয়েছিলেন পেলে।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো