হোম > খেলা > ফুটবল

উত্তেজনার পর স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

মহারণের শুরুর আগেই শেষ! ৭ মিনিট খেলা হওয়ার পরই স্থগিত করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ। ঝামেলা বাধে আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে নিয়ে। 

কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগে এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভান্নি লো সেলসো খেলতে পারবেন না শোনা গেলেও তাঁদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কিন্তু ম্যাচের সময় ৭ মিনিট গড়াতেই মাঠে আসেন ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্মকর্তা। তাঁরা আটক করতে চান তিন অভিযুক্ত খেলোয়াড়কে! এ ঘটনায় মাঠ ছেড়ে উঠে যায় আর্জেন্টাইন খেলোয়াড়েরা।

ব্রাজিল দলের খেলোয়াড় ও কোচদের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। আর্জেন্টিনার কোচ স্কালোনিও মাঠেই ছিলেন। তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও ব্রাজিল কোচ তিতের সঙ্গে কথা চালিয়ে যান। পরে এসে যোগ দেন মেসি-নেইমারও। পরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়৷ 

 এ ঘটনায় খেপেছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, এটা খুবই বিব্রতকর ব্যাপার। আমরা ব্রাজিলে তিনদিন ছিলাম কিছুই ঘটেনি।

আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছেন, তাঁদের কোনো কিছুই জানানো হয়নি।
খেলা স্থগিত হলে অবশ্য ক্ষতি ব্রাজিলরই। দক্ষিণ আমেরিকার ফুটবল অভিভাবক সংস্থা কনমেবল জানিয়েছে, ম্যাচ স্থগিত হলে তিন পয়েন্ট আর্জেন্টিনাকে দেওয়া হবে।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী