হোম > খেলা > ফুটবল

কেমন কাটছে মার্সেলোর জীবন 

মার্সেলো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন এখনো দুই মাস হয়নি। অপেক্ষায় আছেন নতুন ঠিকানায় যাওয়ার। কিন্তু এখনো নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি ব্রাজিলিয়ান লেফট ব্যাক। অথচ ইউরোপের নতুন মৌসুম শুরু হয়ে গেছে সপ্তাহের বেশি হয়। ফুটবলবিহীন মার্সেলোর সময়টা কেমন কাটছে তবে?

ইউরোপের দলবদল শেষ হতে এখনো বেশ কয়েক দিন বাকি। তার মধ্যে নতুন ঠিকানার সন্ধান পেলে তো ভালো; নয়তো অবসরই নিয়ে নিতে পারেন মার্সেলো। দুর্দান্ত এক ফুটবল ক্যারিয়ারের পরিসমাপ্তি হয়ে যেতে পারে ৩৪ বছর বয়সেই। 

২০২১-২২ মৌসুমে তিনটি শিরোপা জিতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন মার্সেলো। রিয়াল মাদ্রিদ ইতিহাসের সর্বোচ্চ ২৫ শিরোপার মালিক তিনি। লস ব্লাংকোসদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর প্রস্তাব পেয়েছিলেন কাতার ও যুক্তরাষ্ট্রের এমএলএস ফুটবল থেকে। কিন্তু সেই প্রস্তাব এখনো গ্রহণ করেননি। যার অর্থ দাঁড়ায়, নিকট ভবিষ্যতে অবসরের জোর সম্ভাবনা রয়েছে তাঁর। স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

অবসর যদি নিয়েও নেন, তবে মাঠের বাইরে মার্সেলোর পরবর্তী জীবন কেমন হবে? মার্কা আরও জানাচ্ছে, ফুটবল-পরবর্তী জীবনের জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছেন তিনি। ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বর্তমানে দুটি ক্লাবের মালিক তিনি। একটি ব্রাজিলের চ্যাম্পিয়োনাতো প্যারানেন্স লিগের ক্লাব আজুরিজ, দ্বিতীয়টি পর্তুগিজ দ্বিতীয় বিভাগের দর মাফরা। এ দুটি দলের পাশাপাশি অন্যান্য ব্যবসার দিকেও হাত বাড়াতে পারেন মার্সেলো। সেই সঙ্গে পরিবারকে সময় দেওয়াটা আরও বাড়াতে পারেন তিনি। এখন ‘অবসরে’ যেমন দিচ্ছেন।

চ্যাম্পিয়নস লিগে জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে