হোম > খেলা > ফুটবল

আনচেলত্তির চোখে ভিনি নির্দোষ, কিন্তু কেন

রিয়াল মাদ্রিদে আসার পরই বিভিন্ন কারণে আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। পারফরম্যান্সের চেয়েও অন্যান্য ঘটনায় আলোচনাটা হয় বেশি। রিয়ালের নতুন মৌসুম শুরু হতে না হতেই সমালোচনা শুরু ভিনিকে নিয়ে। ব্রাজিলের এই ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 

ভিনিকে নিয়ে আলোচনা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শনিবার রাতের ম্যাচ নিয়ে। অ্যানোয়েটা স্টেডিয়ামে দর্শকেরা ভিনিকে বারবার বিরক্ত করার চেষ্টা করেন। তাঁর পায়ে বল যাওয়া মাত্রই দুয়ো শুনেছেন। বারবার মুচকি হাসি দেওয়া ভিনির আসল জবাব দর্শকেরা পেয়েছেন ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে গোল করার পর ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ থাকার ইঙ্গিত দেন তিনি। আনচেলত্তি এখানে ভিনির কোনো দোষ দেখছেন না। রিয়াল মাদ্রিদ কোচ বলেন,    
‘বাজে কাজের প্রতি একটা প্রতিক্রিয়া এটা। অপমান তো কেউ মেনে নেবে না। আমিও না। কারও মুখে হাত রেখে অঙ্গভঙ্গি করা তো স্বাভাবিক কিছু। এখানে বোঝানো হচ্ছে যে যেকোনো কিছু হতে পারে।’

দর্শকদের প্রতি চুপ থাকার ইঙ্গিত দিয়ে ভিনি যে উদযাপন করেছেন, সেটা অবশ্য অনেকেই মানতে পারেননি। রিয়ালের সাবেক  স্ট্রাইকার প্রেদ্রাক মিয়াতোভিচও  মানতে পারেননি সেটা (ভিনির উদযাপন)। মিয়াতোভিচের মতে এভাবে ভিনি নিজেই নিজের ক্ষতি করছেন।  ভিনির উদযাপনের সমালোচনা করে মিয়াতোভিচ বলেছিলেন, ‘সে পাথর ছুড়ছে নিজের দিকেই। সবকিছু জেনেও সে এমনটা করছে। একটু ঠান্ডা মাথায় ভাবা উচিত। তার উদযাপন নিয়ে সত্যিই আমরা  হতাশ।’

২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ-তিনটি মেজর শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। যেখানে লা লিগায় ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে তারা। চ্যাম্পিয়নস লিগে শিরোপা রক্ষার মিশনে আজ তাদের প্রতিপক্ষ  ভিএফএফ স্টুটগার্ট। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী