ক্লাব ফুটবলে এখন দুই সপ্তাহের বিরতি। খেলোয়াড়দের কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দলের সঙ্গে। কারও হাতে আবার অখণ্ড অবসর। সেই অবসর বিভিন্ন উপায়ে উপভোগ করছেন তাঁরা। ইতিমধ্যে সামনে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছুটি কাটানোর একাধিক ছবিও। যেখানে তাঁকে ম্যাসেজ নিতে, ডাবের পানি পান করতে এবং চার সন্তানের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানে প্রকাশিত এক খবরে বো হয়েছে, ছুটি পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অজানা কোনো জায়গায় উড়াল দিয়েছেন। পরে অবশ্য জানা গেছে, ম্যানইউ সতীর্থদের সঙ্গে দুবাইয়ে ঘুরতে গেছেন সিআর সেভেন। সেখানে তাঁকে রোদ উপভোগ করতে, ম্যাসাজ নিতে ও ডাবের পানি খেতে দেখা গেছে। পরে চার সন্তানের সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশন দেন, ‘গর্বিত বাবা’। অন্য একটি ছবিতে ব্যক্তিগত ফিজিও হাভিয়ের সান্তা মারিয়াকে দেখা গেছে রোনালদোকে ম্যাসাজ দিতে।