হোম > খেলা > ফুটবল

১২ ফুটবলার নিয়ে বাটলারের জিম সেশন, বাকিদের খবর নেই

আজকের পত্রিকা ডেস্ক­

সাবিনা খাতুনদের জিম সেশন। ছবি: ফাইল ছবি

আগের দুই দিনের মতো আজও পিটার বাটলারের অধীনে জিম সেশনে যোগ দেননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিংহভাগ খেলোয়াড়। বৃহস্পতিবার ১২ জনকে নিয়ে জিম সেশন শেষ করেছেন এই ইংলিশ কোচ।

সূত্র জানিয়েছে, সাবিনাসহ দলের সিনিয়র ফুটবলাররা তাঁদের সিদ্ধান্তে অনড়। তারা কিছুতেই পিটারের অধীনে অনুশীলন করবে না। এমন উদ্ভট পরিস্থিতি নিয়ে পিটারও বেশ অস্বস্তিতে। আজ জিম সেশন শেষে বাফুফে ভবন ছাড়ার সময় গাড়িতে উঠে সংবাদমাধ্যমকে পিটার বলেন, ‘আজ জিম সেশন হয়েছে। ১২ জন খেলোয়াড় এসেছে। এটা ভালো দিক। সামনে অনুশীলনে কী হবে তা জানি না। আমার কোনো আইডিয়া নেই। আর আমি তো পেশাদার কোচ। কাজ করতে এসেছি। ওহ কাল তো জুম্মাবার (হেসে হেসে)। মসজিদে যেতে হবে।’

এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়। এদিকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে সবার কাছে তুলে ধরার কথা রয়েছে।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’