হোম > খেলা > ফুটবল

৬১ বছর বয়সী বিদ্রোহী নেতা অধিনায়কের আর্মব্যান্ড পরে নামলেন মাঠে  

কনকাকাফ লিগের (আফ্রিকার ইউরোপা লিগ) এক ম্যাচে গতকাল সুরিনামের ক্লাব ইন্টার মোয়েঙ্গোটাপোর মাঠে তাদের বিপক্ষে নেমেছিল হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া। স্বাভাবিক একটা ফুটবল ম্যাচেই কাল অনন্য-অসাধারণ এক ঘটনা ঘটে গেছে। মোয়েঙ্গোটাপোর অধিনায়ক হিসেবে ৬১ নম্বর জার্সি পরে রনি ব্রুনসউইক নামে যে ভদ্রলোকটি মাঠে নেমেছিলেন, সেই ভদ্রলোকটির বয়সও ৬১। 

রনি শুধু মাঠেই নামেননি, খেলেছেন ম্যাচের শুরু থেকে ৫৪ মিনিট পর্যন্ত। একটা সময় এই ক্লাবের হয়েই খেলতেন তিনি। ইন্টার মোয়েঙ্গোটাপো থেকে অবসর নিয়েছেন সেটিও প্রায় দেড় দশক আগে। অবসরের দীর্ঘদিন পর আবার ফিরলেন। রনি শুধু একজন ফুটবলারই নন, তিনি নিজেই একটা ইতিহাস। ২০২০ সালের জুলাই মাসে সুরিনামের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রনি। লম্বা সময় ধরে দেশটির রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একজন ছিলেন। 

রনি ছিলেন বিদ্রোহী নেতা। ১৯৮৫ সালে জঙ্গল কমান্ডো নামে সুরিনামিজ লিবারেশন আর্মি গঠন করেন, যার উদ্দেশ্য ছিল আফ্রিকানদের অধিকার আদায়ে লড়াই করা। এই আর্মি বাহিনীর প্রধান হিসেবে এই গৃহযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে গেছেন। পাশাপাশি ফুটবলও খেলতেন। 

কাল যে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রনি, সেটিও তাঁর নিজস্ব অর্থায়নে তৈরি। ইন্টার মোয়েঙ্গোটাপোর ক্লাবটির মালিকও তিনি। কাল আবারও ক্লাবের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রনি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ৬১ বছর বয়সী রনির মাঠে নামা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মাঠে নামার ছবি পোস্ট করেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত তার দল অবশ্য অলিম্পিয়ার কাছে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে।    

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই