হোম > খেলা > ফুটবল

লা লিগার ভাগ্য কি গড়ে দেবে এল ক্লাসিকো

ক্রীড়া ডেস্ক    

জিরোনার বিপক্ষে গোল করার পর এক বার্সা সতীর্থের সঙ্গে গোলদাতা রবার্ট লেভানডফস্কির উদযাপন। ছবি: এএফপি

তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখে লা লিগায় এগিয়ে চলেছে বার্সেলোনা। পেছনে পেছনে রিয়াল মাদ্রিদ। আগের দিন ম্যাচ জিতে রিয়াল পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে তো, পরের দিন বার্সেলোনা জিতে আবার বাড়িয়ে নিচ্ছে ব্যবধানে। তো দুই দলের এভাবে পিঠোপিঠি চলার শেষ কোথায়? শিরোপা ভাগ্য কী তাহলে নির্ধারিত হবে এল ক্লাসিকোয়?

দুই দল জিতেই চললে তো সমাধান সূত্র মুখোমুখি লড়াই-ই। যেটি হবে মে মাসের ১১ তারিখ। লিগ টেবিলে বার্সেলোনার (৬৬) চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল (৬৩) সেদিকেই তাকিয়ে। কিছুদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন, পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা তাকিয়ে আছেন এল ক্লাসিকোর দিকে। বার্সাকে ধরে ফেলার রিয়ালের শেষ চেষ্টা হতে পারে সেই এল ক্লাসিকো। তবে শিরোপার জন্য রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে এখনই ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

গতকাল রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে বাকি গোলটি ফেরান তোরেসের। এই ম্যাচ শেষে শিরোপার জন্য এল ক্লাসিকোর দিকে থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এল ক্লাসিকোর আগে এখনো অনেক পথ বাকি। আমাদের সামর্থ্য দেখিয়েই যেতে হবে এবং সেটি সহজ হবে না। এই লিগ মৌসুম দারুণ কিছু চমক মেলে ধরতে পারে, যা প্রতিযোগিতার জন্য খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।’

যে ফর্মে বার্সেলোনা, সেটি ধরে রাখতে পারলেই তাদের লিগ জেতা আটকায় সাধ্য কার! গতকালের জয়টি ধরে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত তারা। এখানেই শেষ নয়, এই মৌসুমে খেলা ৪৫ ম্যাচের মধ্যে ২০ টিতেই তারা জিতেছে ৪ কিংবা তার চেয়েও বেশি গোল করে। সব মিলিয়ে চলতি মৌসুমে তাদের গোল সংখ্যা ১৩৯ টি। গড়ে প্রতিটি ম্যাচে তিনটিরও বেশি গোল করেছে বার্সেলোনা।

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি