হোম > খেলা > ফুটবল

বড় হারের শঙ্কায় বাংলাদেশের সঙ্গে খেলবে না সৌদি আরব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছর হবে নারী সাফ। শিরোপা ধরে রাখতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানোর অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। মেয়েদের জন্য বড় কোনো দলের ব্যবস্থা করতে না পারলেও জানুয়ারিতে র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা সৌদি আরবে গিয়ে তাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। 

আগামী বছরের ১ ও ৪ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। তবে ডিসেম্বরে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনা খাতুনদের ম্যাচের ফল দেখে ঘাবড়ে গিয়েছে সৌদি আরব। তাই আপাতত বাংলাদেশের সঙ্গে ম্যাচ না খেলার কথা বাফুফেকে জানিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। 

১ ও ৪ ডিসেম্বর কমলাপুরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচের ফল বাংলাদেশের জন্যও ছিল বিস্ময়কর। সেই ম্যাচে সিঙ্গাপুরের মেয়েদের ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাইফুল বারী টিটুর দল। দুই জয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ১৪০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 

বাফুফে সূত্রের খবর, সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনাদের এত বড় জয় খানিকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সৌদি আরবকে। তাদের মেয়েরা এখনো বাংলাদেশের সঙ্গে খেলতে প্রস্তুত নয় বলে বাফুফেকে জানিয়েছে দেশটি। বাংলাদেশের কাছে বড় হারে বিব্রত হতে চায় না দেশটির ফেডারেশন। আপাতত পরের যেকোনো উইন্ডোতে সাবিনাদের সঙ্গে খেলতে আগ্রহের কথা জানিয়েছে সৌদি আরব। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে বলেছেন, ‘ওরা(সৌদি) পরের উইন্ডোতে খেলবে বলে জানিয়েছে। আপাতত আমাদের সঙ্গে খেলবে না।’

সৌদির সঙ্গে না খেলায় জানুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না বাংলাদেশের। লক্ষ্য ফেব্রুয়ারির উইন্ডোকে পরিপূর্ণভাবে কাজে লাগানো। গত বছর সিঙ্গাপুর ও লেবাননের সঙ্গে ফিফা উইন্ডো কাজে লাগাতে পারেনি বাফুফে। মিয়ানমারে গিয়ে খেলেনি অলিম্পিকের বাছাইপর্ব। ফেব্রুয়ারিতে তাই একাধিক দলকে আমন্ত্রণ জানাতে চায় বাফুফে। এমনটাই জানিয়েছেন কিরণ।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার