হোম > খেলা > ফুটবল

অবশেষে হোটেল পাচ্ছেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমালোচনার মুখে যেন টনক নড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। অবশেষে হোটেলে উঠছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আগামী পরশু নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত ১০ মাসে বিভিন্ন বিতর্কে নড়বড়ে বাংলাদেশের মেয়েরা নেপালের বিপক্ষে মাঠে ফেরার আগে ছিলেন নাজুক অবস্থায়। দলে আছে চোট, ফুটবলাররা আক্রান্ত ডেঙ্গুজ্বরেও।

আজ বাংলাদেশে আসা নেপাল দল উঠেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশের নারী ফুটবলাররাও আবেদন করেছিলেন, ম্যাচ চলাকালীন তাঁদেরও যেন রাখা হয় হোটেলে। নেপাল ও বাংলাদেশ দলকে হোটেলে রাখতে মোট ১৮ লাখ টাকা খরচ হবে—এই কথা শুনিয়ে ফুটবলারদের আবেদন নাকচ করে দিয়েছেন কিরণ। বাফুফে সভাপতির প্রতিশ্রুতি ছিল, ফুটবলারদের হোটেলে রাখা হবে, একজন সিনিয়র ফুটবলার এমন কথা মনে করিয়ে দিতে নারী দলকে ৯ লাখ খরচায় হোটেলে রাখার সামর্থ্য নেই বলে জানিয়ে দেন কিরণ।

কিরণের এই সিদ্ধান্তে হতাশা বাড়তে থাকে নারী ফুটবলে। জমতে থাকে ক্ষোভ। আজকের পত্রিকায় ‘মেয়েদের জন্য ৯ লাখ টাকাও নেই বাফুফের’ শিরোনামে আজ প্রতিবেদনও হয়েছে। সমালোচনার মুখে হঠাৎ করেই সুর পাল্টেছে বাফুফে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফের পক্ষ থেকে জানানো হয় নেপাল দলের মতো সাবিনা খাতুনদেরও থাকার ব্যবস্থা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আগামীকাল হোটেলে উঠবে নারী ফুটবল দল। নেপাল ম্যাচকে ঘিরে কাল সংবাদ সম্মেলন হবে বাফুফে ভবনে।

এই সংবাদ সম্মেলন দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নারী ফুটবলে শুরু হচ্ছে গোলাম রব্বানী ছোটন পরবর্তী যুগ। দীর্ঘ ১৪ বছর নারী দলের কোচ থাকার পর গত ২৮ মে পদত্যাগ করেন ছোটন। নেপালের বিপক্ষে নারী দলের কোচের দায়িত্বে থাকবেন ছোটনেরই সাবেক সহকারী মাহবুবুর রহমান লিটু।

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী