হোম > খেলা > ফুটবল

আল নাসরের রুদ্ধশ্বাস জয়ে রোনালদোর উচ্ছ্বাস 

অসাধারণ এক সময়ই আল নাসরে কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলও চলতি মৌসুমে রয়েছে দারুণ ছন্দে। দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি। গতকাল তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে রুদ্ধশ্বাস জয় পেয়েছে আল নাসর। 

সৌদি প্রো লিগে আল নাসর গতকাল খেলেছে আল তা’য়ির বিপক্ষে। প্রিন্স আব্দুল বিন মুসাইদ স্টেডিয়ামে প্রথমার্ধেই এগিয়ে যায় আল নাসর। ৩৭ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে গোল করেন আল নাসরের মিডফিল্ডার তালিসকা। তালিসকার গোলের চেয়েও রোনালদোর অ্যাসিস্ট ছিল চোখে লেগে থাকার মতো। বাইসাইকেল কিকে শট করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদোর পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্য ভেদ করেন তালিসকা। 
 
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আল তা’য়ি সমতায় ফিরেছে ৭৯ মিনিটে। আব্দুররহমান আল হার্থির অ্যাসিস্টে গোল করেছেন ভার্জিল মিসিদজান। এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের গোলেই মূলত ম্যাচের ব্যবধান তৈরি করে দিয়েছে। আল তা’য়িকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। তাতে টানা ৯ ম্যাচে জয় পেয়েছেন রোনালদোরা। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে পর্তুগিজ ফরোয়ার্ড স্ট্যাটাস দিয়েছেন, ‘আরও এক গুরুত্বপূর্ণ জয়। টানা ৯ ম্যাচ জয়। অসাধারণ খেলেছে দল। এভাবেই এগিয়ে যেতে হবে।’ 

২-১ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল নাসর এখন ৪ নম্বরে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। আর এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ২৩ গোল এবং ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে এই মৌসুমে সৌদি প্রো লিগে ৭ ম্যাচে করেছেন ১০ গোল এরং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ফরোয়ার্ড।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’