হোম > খেলা > ফুটবল

‘বেলজিয়ামের পরবর্তী কোচ অঁরি’

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামের বিদায়ে রবার্তো মার্তিনেজরও অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর থেকেই দলটির ডাগআউট খালি। তবে খুব বেশি দিন মনে হয় আর খালি থাকছে না কোচের পদটি। রোমেলু লুকাকুর বক্তব্যে তেমনি আভাস পাওয়া গেছে।

শুধু আভাসই দেননি লুকাকু চেয়ারটিতে কে বসতে যাচ্ছেন সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, বেলজিয়ামের পরবর্তী কোচ হতে যাচ্ছেন থিয়েরি অঁরি।

অঁরি পরবর্তী কোচ হতে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছে লুকাকু। বেলজিয়াম দলের এই স্ট্রাইকার বলেছেন,‘ আমার মতে, বেলজিয়ামের পরবর্তী কোচ হচ্ছেন অঁরি। এতে কোনো সন্দেহ নেই। আমি প্রকাশ্যই বলছি, সে দলের পরবর্তী কোচ হবে।’

অঁরিকে বেলজিয়াম দলের ফুটবলাররা সম্মান করেন বলে জানিয়েছেন লুকাকু। বিশ্বকাপের ফাইনালে যেতে হলে কি করতে হবে সেটা আর্সেনাল কিংবদন্তি ভালো করেই জানেন বলে জানিয়েছেন তিনি। ইন্টার মিলান স্ট্রাইকার বলেছেন,‘দলের সবাই তাকে শ্রদ্ধা করে। সে সবকিছুই জিতেছে। সে জানে কীভাবে কোচিং করাতে হয়। সে জানে আমাদের সেখানে (বিশ্বকাপের ফাইনালে) যেতে হলে কি করতে হবে।’

দল কাকে নিবে সেটা জানেন না লুকাকু। তবে তাঁকে নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। ২৯ বছর বয়সী তারকা বলেছেন,‘ সে দল, লিগ ও স্টাফদের সম্পর্কে ভালো জানে। আমার মতে, সে জাতীয় দলের জন্য আদর্শ কোচ। যদি অঁরিকে কোচ করা না হয় তাহলে কাকে দায়িত্ব দেওয়া হবে আমি জানি না। তবে আমি মনে করি না বেলজিয়ামের নতুন কোনো কোচের বিষয়ে ভাবা উচিত।’  

কাতার বিশ্বকাপে মার্তিনেজের সহকারী ছিলেন অঁরি। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও সাবেক কোচের সহকারীর দায়িত্ব পালন করেছেন ফরাসি কিংবদন্তি। এবার তিনিই দায়িত্ব পাচ্ছেন সেটিই জানিয়ে দিয়েছেন লুকাকু।

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...