হোম > খেলা > ফুটবল

মেসিদের বিপক্ষে রোনালদোর সৌদি অভিষেক

শেষবার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ দেখা গিয়েছিল ২০২০ সালের ৮ ডিসেম্বর চ্যাম্পিয়ন লিগের ম্যাচে। এরপর আর দেখা যায়নি বিশ্ব ফুটবলের দুই মহাতারকার লড়াই। এবার ঘটনাচক্রে আরেকটি লড়াই দেখতে পাবেন সমর্থকেরা। এই ম্যাচ দিয়েই আবার সৌদি আরবে অভিষেকও হবে রোনালদোর। 

১৯ জানুয়ারি রিয়াদে প্রীতি ম্যাচটি হবে। সৌদি আরবের দুই ক্লাব আল হিলাল ও আল নাসরের সম্মিলিত দলের বিপক্ষে খেলবে পিএসজি। আজ বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে ফ্রান্সের ক্লাবটি। 

পিএসজি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘দোহার উদ্দেশে ১৭ জানুয়ারি দল প্যারিস ছাড়বে। রিয়াদে সৌদি আরবের শীর্ষ দুই দল আল হিলাল ও আল নাসরের সম্মিলিত অলস্টার দলের বিপক্ষে খেলবে পিএসজি। ম্যাচটি ১৯ জানুয়ারি হবে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে। ম্যাচ শেষেই দল প্যারিসে ফিরবে।’

করোনার কারণে পূর্বনির্ধারিত ম্যাচটি না হওয়ায় আবারও মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছেন রোনালদো ও মেসি। এতে সৌদি আরবের শাপেবর তো হয়েছে, সঙ্গে দর্শকদেরও। কেননা পর্তুগিজ তারকা ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই ছিল না। ধারণা করা হচ্ছে, একুশ শতকের দুই মহাতারকার এটিই শেষ লড়াই হতে যাচ্ছে। 

এই ম্যাচে সৌদি আরবে রোনালদোর অভিষেক হলেও ক্লাবের হয়ে আনুষ্ঠানিক অভিষেক হবে ২২ জানুয়ারি। আল-ইত্তেফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসরের হয়ে মাঠে নামবেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া