ব্রাজিলের হয়ে ২০১৮ সালে অভিষেক হয় লুকাস পাকেতার। অভিষেকের পর থেকেই ছিলেন সেলেসাও একাদশের নিয়মিত সদস্য। গতকাল ঘোষিত ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডেও থাকার কথা ছিল তাঁর। কিন্তু বেটিং আইন ভঙ্গের সন্দেহের তালিকায় থাকায় জায়গা হয়নি ২৫ বছর বয়সী তারকার।
ব্রাজিলিয়ান কোচ ফার্নান্দো দিনিজের ব্যাখ্যায় তেমনি জানা গেছে। তিনি বলেছেন, ‘আমি এমন একজন লোক যে সারা জীবন সত্য বলে নিজেকে রক্ষা করছে। পাকেতা তালিকায় ছিল। তাকে বেশ পছন্দ করি। তার সমস্যাগুলো সমাধানের সময় এসেছে।’
ব্রাজিলের বুকমেকারদের সঙ্গে পাকেতার জড়িত থাকার সন্দেহে ফুটবল অ্যাসোসিয়েশন তদন্ত করছে। সর্বশেষ মৌসুমে ওয়েস্ট হামের হয়ে সব মিলিয়ে ৪১ ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এখন পর্যন্ত অবশ্য তদন্ত কমিটির মুখোমুখি হননি।
এমন ঘটনায় অন্যদিকেও কপাল পুড়েছে পাকেতার। এবারের দলবদলে ম্যানচেস্টার সিটি তাঁকে কিনতে আগ্রহী ছিল। কিন্তু বেটিং সন্দেহের ঘটনায় তাঁর জড়িত থাকার গুঞ্জন শুনে পেছনে হটেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
কিছুদিন আগে বেটিং আইন ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন ইভান টনি। ইংল্যান্ড স্ট্রাইকারকে আট মাসের নিষেধাজ্ঞা দেয় ফুটবল অ্যাসোসিয়েশন। সঙ্গে ২৭ বছর বয়সী ব্রেন্টফোর্ড স্ট্রাইকারকে ৬৭ লাখ টাকা জরিমানাও গুনতে হয়েছে। অথচ, শাস্তি পাওয়ার দিন পর্যন্ত ৩৩ ম্যাচে ২০ গোল করে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি।