হোম > খেলা > ফুটবল

এমন মলিন বিদায় কি ভেবেছিলেন বিশ্বকাপজয়ী লো

ঢাকা: ইউরো শেষেই জার্মান দলের দায়িত্ব থেকে অবসরে যাবেন—এমন ঘোষণা আগেই দিয়েছিলেন জোয়াকিম লো। ক্যাবিনেটে আরও একটি শিরোপা দিয়ে বিদায়বেলা রাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবার কপালে তো আর রঙিন বিদায় জোটে না! ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ ষোলোতেই ইউরো অভিযান শেষ হয়েছে বিশ্বকাপজয়ী লোর।

কাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বলের দখল বেশিই ছিল জার্মানির। তবে ম্যাচের অধিকাংশ সময়েই ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে দাপুটে ফুটবল খেলেছে ইংল্যান্ড। ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতেই জার্মানির বিদায় নিশ্চিত করেছে ইংলিশরা। ম্যাচ হারের ব্যাখ্যায় সময়মতো কার্যকরী ফুটবল না খেলতে পারাটাই বড় করে দেখছেন লো, ‘মুহূর্তটা খুবই হতাশার। আমরা আশাবাদী ছিলাম আরও সামনে এগিয়ে যাব। আমরা দুবার গোল দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। গত চার সপ্তাহ আমরা অনেক পরিশ্রম করেছি। দুঃখের বিষয়, টুর্নামেন্ট থেকে আমাদের বিদায়ঘণ্টা বেজে গেছে।’

বিদায় নিলেও কাউকেই দায়ী করছেন না লো। জার্মানির বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ‘কাউকে দায়ী করব না। খেলোয়াড়েরা খুবই হতাশ। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা এখান থেকে শিখবে। পরের ইউরো ২০২৪ সালে জার্মানিতে হবে। তত দিনে এরা আরও অভিজ্ঞ হবে।’

২০০৪ থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সহকারী কোচ ছিলেন লো। ঘরের মাঠে ২০০৬ বিশ্বকাপ শেষে ওই বছরের ১২ জুলাই জার্মান দলের প্রধান কোচ হন লো। তাঁর অধীনে ২০১৪ সালে ব্রাজিলে জার্মানি ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। ঠিক তার পরের বিশ্বকাপে ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। আর কাল তো দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেল জার্মানির। এতে লোর ১৫ বছরের জার্মান কোচের চাকরিজীবনও শেষ হলো।

বিশ্বকাপের মতো সর্বোচ্চ টুর্নামেন্ট জিতেছেন লো। তাঁকে ফুটবল মনে রাখবে আলাদা করেই। তবু কাল যে মলিন বিদায়টা হলো, এটা নিশ্চয়ই ভাবেননি তিনি নিজেও!

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো