হোম > খেলা > ফুটবল

উইলিয়ামসন-সাউদির শততম টেস্টে হেনরির আগুনে বোলিং

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন গ্লেন ফিলিপস। পয়েন্টে বাজপাখির মতো ক্ষিপ্রতায় কেগান পিটারসেনের ক্যাচ এক হাতে লুফে নিয়েছিলেন তিনি। হ্যামিল্টন টেস্টের সেই ক্যাচকেও যেন আজ ছাড়িয়ে গেলেন কিউই অলরাউন্ডার। 

ক্রাইস্টচার্চে আজ যেভাবে মারনাস লাবুশানের ক্যাচ লুফে নিয়েছেন ফিলিপস, তা এক কথায় অবিশ্বাস্য! টিম সাউদির করা বলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন লাবুশানে। কিন্তু কিউই অলরাউন্ডারের অতিমানবীয় ফিল্ডিংয়ের কাছে হার মেনেছেন তিনি। সুপারম্যানের মতো উড়ে গিয়ে ডান হাতে অস্ট্রেলিয়ান ব্যাটারের ক্যাচ লুফে নিলেন ফিলিপস। তাঁর দুর্দান্ত ক্যাচে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অজি ব্যাটার। মাঠ ছাড়ার সময় লাবুশানের চোখে-মুখে আক্ষেপটা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। মাথা নাড়াতে নাড়াতে বের হওয়ার সময় ক্যাচ নেওয়ার জায়গায় চোখ বোলাচ্ছিলেন ঘাড় ঘুরিয়ে। 

১০ রানের জন্য যে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া হয়নি লাবুশানের। ২৯ বছর বয়সী ব্যাটার আউট হওয়ার পরেই দ্রুত অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ১৬২ রানের বিপরীতে ২৫৬ রানে থামে তারা। লাবুশানে ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। অথচ, শুরুটা দারুণ করা আরও আট ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন। 

অস্ট্রেলিয়ার ব্যাটাররা দারুণ শুরু করলেও তাঁদের ইনিংস বড় করতে দেননি ম্যাট হেনরি। একাই ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছে কিউই পেসার। শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন-সাউদির ম্যাচ নিজের করে নিয়েছেন ৩২ বছর বয়সী পেসার। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। 

হেনরি আগুনে বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে আটকে ম্যাচেও ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। এতে ৪০ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। ৬৫ রানে অপরাজিত থাকা টম লাথামকে সঙ্গ দিচ্ছেন ১১ রান করা রাচিন রবীন্দ্র। দিনের খেলা শেষ হওয়ার আগে শততম টেস্টে ফিফটি করেছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১৭ রানে আউট হওয়া কিউই ব্যাটার আজ ৫১ রান করে সাজঘরে ফিরেছেন। ওয়েলিংটন টেস্ট অস্ট্রেলিয়া জেতায় দুই টেস্টের সিরিজ সমতায় শেষ করতে হলে বাকি তিন দিন আরও দুর্দান্ত কিছু করতে হবে নিউজিল্যান্ডকে।

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

ফিফা দ্য বেস্টের পুরস্কার উঠছে কার হাতে