হোম > খেলা > ফুটবল

হ্যান্ডবলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না রিয়াল গোলরক্ষক

ভিয়ারিয়ালকে হারালেই লা লিগার চলতি মৌসুমে শীর্ষে উঠে আসত রিয়াল মাদ্রিদ। তবে এল মাদ্রিগাল স্টেডিয়ামে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় মাদ্রিদ। এই ম্যাচে একটি হ্যান্ডবলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না থিবো কর্তোয়া।

গতকাল প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৪৭ মিনিটে ইয়েরেমি পিনোর গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এরপর ৬০ মিনিটে পেনাল্টিতে সমতায় ফেরান করিম বেনজেমা। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন জেরার্ড মোরেনো। যেখানে ৬১ মিনিটের সময় মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা ডিবক্সের মধ্যে অনিচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছিলেন। স্বাগতিকদের ডিফেন্ডার হুয়ান ফয়েথের পাস আলাবার হাতে লাগে।

পেনাল্টির এমন সিদ্ধান্ত দেখে অবাক হয়েছেন কর্তোয়া। ম্যাচ শেষে মাদ্রিদ গোলরক্ষক বলেন, ‘ডেভিডের (আলাবা) হাত ছিল মাটিতে। সে ওঠার চেষ্টা করছিল। সে পড়ে গিয়েছিল এবং এই হাতে ভর দিয়েই তাকে উঠতে হতো। আমি জানি না নিয়মটা আসলে কী। এমন উদাহরণ আমি আগে কখনো দেখিনি।’

চলতি মৌসুমে লা-লিগায় ১৬ ম্যাচ খেলেছে রিয়াল। ১৬ ম্যাচে ১২ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে লস ব্লাংকোসরা। বার্সেলোনারও সমান ৩৮ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা। কাতালানরা এক ম্যাচ কম খেলেছে।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’