১৮ ডিসেম্বর দিনটিকে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা চাইলেও কি ভুলতে পারবেন? এর উত্তর হবে এক কথায় ‘না’। গত বছরের ১৮ ডিসেম্বর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। লিওনেল মেসি পেয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া। ‘রেকর্ডের বরপুত্র’ করেছেন বিশ্বজয়।
মেসি ও আর্জেন্টিনার সেই বিশ্বজয়ের এক বছর পূর্ণ হলো গতকাল। আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বজয়ের এক বছরের পূর্তি স্মরণ করছেন অনেকে বিভিন্নভাবে। ভক্ত-সমর্থকদের কেউ সামাজিক মাধ্যমে গত বছরের ভিডিও, ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিদের বিশ্বজয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছে বিশেষভাবে। এএফএ গত রাতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, আকাশে তিনটি তারা জ্বলজ্বল করে জ্বলছে। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা দেখছেন তাদের তিনটি বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ১৯৭৮, ১৯৮৬ সালে নিজেদের প্রথম দুই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। যার মধ্যে ১৯৮৬-এর বিশ্বকাপ জিতেছিল প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জেতে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এএফএ ক্যাপশন দিয়েছে, ‘এটা হওয়ারই ছিল। এর বাইরে অন্য কিছু হতে পারত না। আকাশেই এটা লেখা হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নদের বর্ষপূর্তির শুভেচ্ছা।’