হোম > খেলা > ফুটবল

ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে আবাহনী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলতে সিলেটে আসছে না মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া, সেটা জানাই ছিল। শুধু বাকি অপেক্ষা ছিল এএফসির সিদ্ধান্তের। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এএফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াকওভার পেয়ে এএফসি কাপের বাছাইপর্বের পরের রাউন্ডে খেলবে আবাহনী।

আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আবাহনী-ভ্যালেন্সিয়া দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ভ্যালেন্সিয়া দল না আসায় বাতিল করা হয় সংবাদ সম্মেলন। আগামীকাল এই মাঠেই হওয়ার কথা ছিল দুই দলের প্রাক-বাছাইপর্বের ম্যাচ।

তবে ভ্যালেন্সিয়া যে বাংলাদেশে আসছে না সে বিষয়টি গতকালকেই হয়ে গেছে পরিষ্কার। আর্থিক সমস্যার কারণ দেখিয়ে গতকালকে বিমানেই ওঠেননি ক্লাব ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। গত বছর এই প্রাক-বাছাইপর্বেই আবাহনীকে বাদ দিয়ে মালদ্বীপের আরেক দল ক্লাব ঈগলসকে বাছাইপর্ব খেলার সুযোগ দিয়েছিল। এবার মালদ্বীপেরই এক দলের বিপক্ষে প্রাক-বাছাইপর্ব না খেলে বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে আকাশি-নীলরা।

১৯ এপ্রিলের বাছাইপর্বে কঠিন প্রতিপক্ষকেই পেতে পারে আবাহনী। আগামীকাল কলকাতায় মুখোমুখি হবে ভারতের এটিকে মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টার। দুই দলের মধ্যকার জয়ী দলটাই হবে ১৯ এপ্রিল আবাহনীর প্রতিপক্ষ। সেই ম্যাচের জয়ী দল পাবে গ্রুপপর্বে খেলার টিকিট। গ্রুপে বাকি তিন দল বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু