হোম > খেলা > ফুটবল

আমাকে কি সুদর্শন মনে হয় না

হাসপাতালের সঙ্গে ভালোই সখ্য হয়ে গেছে ফুটবল কিংবদন্তি পেলের। সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মলাশয়ে টিউমারজনিত সমস্যার কারণে। সাও পাওলোর একটি হাসপাতালে দুদিন থাকার পর গত বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন পেলে। ৮১ বছর বয়সী এই ফুটবলারের শরীর থেকে গত বছর কোলন টিউমার অপসারণ করা হয়। 

এরপর থেকে কেমোথেরাপি নিয়ে আসছিলেন পেলে। অন্ত্র ও যকৃতে টিউমার ধরা পড়েছে। ফুসফুসে আরেকটি টিউমার বেড়ে উঠছে এই কিংবদন্তি ফুটবলারের। শরীরে কোথাও ক্যানসার বাসা বেঁধেছে কি না, সেটি নিশ্চিত হতেই হাসপাতালের দ্বারস্থ হন পেলে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য শুধু মলাশয়ের টিউমারের বিষয়টি নিশ্চিত করেছে। 

হাসপাতাল থেকে বাড়ি ফিরে চুপচাপ বসে নেই পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত ভক্তদের উদ্দেশ্য একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘বন্ধুরা, আমি জানি মানুষজন আমার খবর পেতে আগ্রহী থাকে। আজ ছুটির দিনে আমি নিজের যত্ন নিচ্ছি। মহামারির শুরু থেকেই আমার স্ত্রী প্রিয় হেয়ারড্রেসার হয়ে উঠেছে। মানুষ বলছিল, আমি ঠিকঠাক নেই। তোমরা কি মনে করো না আমি সুদর্শন?  

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই