হোম > খেলা > ফুটবল

দলীয় পারফরম্যান্সে খুশি রোনালদো

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা যা পারেননি, তা-ই করিয়ে দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের দুর্দান্ত ছন্দটাই ক্লাব ফুটবলে টেনে এনেছেন পর্তুগিজ তারকা। শুধু ছন্দটাই টেনে আনেননি, যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেছেন তিনি। 

আন্তর্জাতিক বিরতির সময় দেশের হয়ে সর্বশেষ দুই ম্যাচেই জোড়া গোল করেছেন রোনালদো। গতকালও তাই করেছেন পাঁচবারের ব্যালন ডি-অর বিজয়ী। সব মিলিয়ে দলের দুর্দান্ত জয়ে তিনি খুশি। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের গোল উদ্‌যাপনের ট্রেডমার্ক ছবির সঙ্গে সতীর্থদের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে আমরা এগিয়ে যাচ্ছি।’ 

জাতীয় দলের হয়ে যেমন সর্বশেষ দুই ম্যাচে গোল করেছেন, ঠিক তেমনি ক্লাবের হয়েও শেষ দুই ম্যাচে গোল পেয়েছেন রোনালদো। বিরতিতে যাওয়ার আগে আবহার বিপক্ষে একটি গোল করলেও গতকাল জোড়া গোল করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তাঁর জোড়া গোলের রাতে প্রতিপক্ষ আল আদহাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। দলের হয়ে জোড়া গোল করেছেন তালিসকাও আর অন্যটি করেছেন আয়মান ইয়াহিয়া। 

আল আদহাকে নিজেদের মাঠেই বিধ্বস্ত করে পয়েন্ট তালিকায় ব্যবধানও কমিয়ে এনেছে আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে তারা। ২২ ম্যাচে ৫৩ পয়েন্টে সবার ওপরে ইতিহাদ। আর সমান ম্যাচে ৫২ পয়েন্টে দুইয়ে রোনালদোরা।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী