হোম > খেলা > ফুটবল

মেসি-নেইমারদের জন্য নতুন নিয়ম চালু করলেন কোচ

ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের। 

প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।

গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে। 

গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি।  অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়। 

শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে। 

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র