হোম > খেলা > ফুটবল

‘মাঠ ও মাঠের বাইরে মেসিই সেরা’

ঢাকা : জয় দিয়ে কোপা শুরু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচে এখন পর্যন্ত এক জয়, এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে লিওনেল মেসিরা। এ দুই ম্যাচের ৪ পয়েন্টেই বড় অবদান আছে মেসির । তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মতে, আর্জেন্টাইন অধিনায়কের এই অবদানটা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কণ্ঠে মেসি–বন্দনা। স্কালোনি মনে করেন, মেসি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দারুণভাবে দল সামলে নিতে পারেন। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঠে মেসির নেতৃত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর মাঠের বাইরেও মেসি অসাধারণ এক চরিত্র। তাই খেলার বাইরে দলকে ভালোভাবে আগলে রাখতে পারে। আর এ কাজটা সে সব সময় করে আসছে।’

প্রথম ম্যাচে মেসির গোলে হার এড়িয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে গোল করিয়ে দলকে জিতিয়েছিলেন মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাই মেসির কাছে কোচের প্রত্যাশা থাকাটা অনুমেয়। তবে স্কালোনি অবশ্য প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না, ‘প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ, এটা সবাই জানে। আর মাঠে ওরা প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এদোয়ার্দো বেরিজ্জোর অধীনে ওরা দারুণ দল। আর্জেন্টাইন বেরিজ্জোও কোচ হিসেবে অসাধারণ।’

 

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

সাফ ফুটসালে বাংলাদেশের খেলা দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’