হোম > খেলা > ফুটবল

বাইসাইকেল কিকে মার্তিনেজই বাঁচালেন মেসিদের 

শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করা বেশ স্বাভাবিক ঘটনা। তেমনই আজ মেজর লিগ সকারের (এমএলএস) এক ম্যাচে ইন্টার মিয়ামিকে নিশ্চিত হার থেকে বাঁচালেন এক সুপার সাব। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ম্যাচ ড্র করলেন হোসেফ মার্তিনেজ। 

ফ্লোরিডার ডিএনভি পিএনকে স্টেডিয়ামে আজ এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি-কলাম্বাস। ২৩ মিনিটে ডার্লিংটন নাগবের গোলে এগিয়ে যায় কলাম্বাস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে কলাম্বাস। ৫৭ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান রামিরেজের গোলে এগিয়ে যায় কলাম্বাস। আর ৭৪ মিনিটে নিকোলাস মার্সেলো স্তেফানেল্লির পরিবর্তে নামেন মার্তিনেজ। নিশ্চিত হার যখন ছিল সময়ের ব্যাপার মাত্র, তখনই মার্তিনেজের ম্যাজিক। ৮৯ মিনিটে ডি বক্সের ভেতর ক্যাম্পানার পাস থেকে বল রিসিভ করে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতায় ফেরান মার্তিনেজ। ২-২ গোলে ড্র হয় ইন্টার মিয়ামি-কলাম্বাস ম্যাচ। 

এই ম্যাচ ড্র করেও পয়েন্ট তালিকার তলানিতে আছে ইন্টার মিয়ামি। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে তারা। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে।   প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে। 

বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষে লিওনেল মেসির গন্তব্য এখন ইন্টার মিয়ামি। মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এমএলএস অল স্টার্সের বিপক্ষে আর্সেনালের ম্যাচে খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মার্তিনেজের।

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি