হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ইউরোপে

ফুটবল বিশ্বকাপ শুরু হলেই ব্রাজিলের ‘হেক্সা’ শিরোপার কথা হয়। ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতে ২০০২ সালে। সে বার পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল সেলেসাওরা। এরপর থেকেই তাঁরা ‘হেক্সা’র মিশন নিয়ে প্রতি বিশ্বকাপে অংশগ্রহণ করে আসছে।

আসন্ন কাতার বিশ্বকাপেও ব্রাজিলের লক্ষ্য ‘হেক্সা’র মিশন সফল করা। সেই লক্ষ্যে তাঁরা ইউরোপে প্রস্তুতি সারবে বলে জানিয়েছেন দলের সহ-সমন্বয়ক জুনিনহো পওলিস্তা।

আগামী ১৪ নভেম্বর থেকে ব্রাজিল ইউরোপে অনুশীলন শুরু করবে। এ বিষয়ে জুনিনহো তাঁর সাবেক সতীর্থ ও ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার ডেনিলসনকে বলেছেন, ‘আমরা ইউরোপে একত্রিত হব যেন সেখানকার ফুটবলাররা খুব দ্রুত যোগ দিতে পারে। সেখানে এক সপ্তাহের মতো সময় পাব যা আমাদের খুব সাহায্য করবে।’ 

আর নেইমার-ভিনিসুয়িসরা বিশ্বকাপ খেলতে কাতার পৌঁছাবেন ১৯ নভেম্বর। এর ৫ দিন পরেই নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ‘জি’ গ্রুপের বাকি দল হচ্ছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। 

বিশ্বকাপের আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ দুইটি খেলবে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। আর আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের বাতিলকৃত ম্যাচটি আগামী সেপ্টেম্বরে আয়োজন করতে চাচ্ছে ফিফা।

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে