হোম > খেলা > ফুটবল

চলে গেলেন ইংলিশ ফুটবলের ‘ভবঘুরে’ 

‘ম্যাভেরিক’ ইংরেজি শব্দটির বাংলা অর্থ ‘ভবঘুরে’। সেই ভবঘুরে স্ট্যান বোলস চলে গেলেন। গতকাল ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ‘ম্যাভেরিক’ নামে পরিচিত ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে আলঝেইমার বা স্মৃতিলোপ রোগে ভুগছিলেন তিনি। বোলসের মৃত্যুর খবরটি তাঁর পরিবারের বরাতে নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি। 

১৯৭০ দশকের ইংল্যান্ডের সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হতো বোলসকে। মাঠের বাইরে রঙিন জীবনযাপনের জন্য অনুরাগীদের কাছে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। শিক্ষানবিশ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার সিটিতে। 

এরপর আরও দুই ক্লাব ঘুরে ১৯৭২ সালে যোগ দেন কিউপিআরে (কুইন্স পার্ক রেঞ্জার্স)। সেখানেই কাটিয়েছেন পেশাদারি ক্যারিয়ারের সেরা সময়। পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে ৭ মৌসুমে ৩১৫ লিগ ম্যাচে ৯৭ গোল করেন বোলস। ১৯৭৫-৭৬ মৌসুমে প্রথম বিভাগে রানার-আপ হওয়া কিউপিএআর দলের মূল খেলোয়াড় ছিলেন তিনি। সেবার চ্যাম্পিয়ন হয় লিভারপুল। 

১৯৯৬ সালে প্রকাশিত বোলসের অটোবায়োগ্রাফিতে জানা যায়, অতিরিক্ত মদ্যপান, নারী আসক্তি, জুয়া তাঁকে ভুগিয়েছিল খেলোয়াড়ি দিনগুলেতে। এমনকি সেসব তাঁর ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছিল। ১৯৭৯ সালে কিউপিআর ছেড়ে ব্রায়ান কফের নটিংহাম ফরেস্টে যোগ দেন বোলস। কিন্তু সেখান কাটান ব্যর্থ এক মৌসুম, যার কারণে এক বছর পর তাঁকে চলে যেতে হয় দ্বিতীয় বিভাগের দল লেয়টন ওরিয়েন্টে। 

অসাধারণ প্রতিভাবান হলেও বোলস ইংল্যান্ডের জার্সি গায়ে চড়াতে পেরেছেন মাত্র পাঁচবার। গোল করেছেন মাত্র একটি, ১৯৭৪ সালে ওয়েলসের বিপক্ষে। তাঁর মৃত্যতে শোক জানিয়ে এক বিবৃতিতে কিউপিআর লিখেছে, ‘ভারী হৃদয়ে আমরা জানতে পেরেছি, কিউপিআর আইকন স্টান বোলস আজ (শনিবার) সন্ধ্যায় চলে গেছেন ৭৫ বছর বয়সে। শান্তিতে ঘুমান তিনি।’

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি