হোম > খেলা > ফুটবল

‘দ্রুতই আমরা হামজাকে পাব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুঞ্জনটা কয়দিন ধরেই বাংলাদেশের ফুটবলে ভাসছিল। শোনা যাচ্ছিল বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলতে সৌদি আরবে হতে যাওয়া বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলা এই ডিফেন্ডারকে ফিলিস্তিনের বিপক্ষে ২৮ সদস্যের দলে রাখা হতে পারে, এমন প্রত্যাশা বুক বাঁধছিলেন বাংলাদেশের ফুটবলার সমর্থকেরা।

শেষ পর্যন্ত অবশ্য গুঞ্জন সত্যি হয়নি। সৌদি আরবে হতে যাওয়া ক্যাম্পে হামজার নাম রাখেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। লেস্টার সিটির এই ফুটবলারকে না রাখলেও লাল-সবুজ ফুটবল সমর্থকদের একটা সুখবর দিয়েছেন বাংলাদেশ কোচ। যে সুখবরে উদ্বেলিত হতে পারেন আশায় বুক বেঁধে থাকা সমর্থকেরা।

সৌদি আরবে হতে যাওয়া ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন ২৮ ফুটবলার। ২ মার্চ সৌদির বিমানে চড়বেন ফুটবলাররা। সেই উপলক্ষে আজ বাফুফে ভবনে হয়েছে সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে উঠেছে ২৬ বছর বয়সী হামজার প্রসঙ্গ।

হামজাকে নিয়ে প্রশ্ন উঠতেই কাবরেরা বলেছেন, ‘আমি মনে করি (এ বিষয়ে) আমাদের ইতিবাচক থাকতে হবে। ফুটবল ফেডারেশনের ম্যানেজমেন্ট এ বিষয়ে আমার চেয়ে অবশ্যই বেশি ভালো বলতে পারবে। হামজা আমাদের হয়ে কেন এখন খেলছে না সেটা প্রাসঙ্গিক না। বরং যেটা আমার কাছে প্রাসঙ্গিক সেটা সেটা হলো আজ হোক, কাল হোক স্বপ্নটা সত্যি হবেই। আশা করি দ্রুত আমরা হামজার মতো খেলোয়াড়কে পাব।’

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক