হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের ক্রিকেট নিয়ে আফগান ফুটবল কোচের রসিকতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তান ফুটবল দলের কাতারি কোচ আবদুল্লাহ আল মুতায়িরি বেশ রসিক লোক হিসেবে পরিচিত। গুরুগম্ভীর ভাষায় তাঁর বেশ কঠিন কথাগুলো সাংবাদিকদের মুখে হাসি ফোটায়। আজও যেমন হাসালেন কাতারি কোচ। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। একই দিনে এশিয়া কাপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের ক্রিকেট দল। বাংলাদেশের জন্য ম্যাচটা বাঁচা-মরার। আফগানদের সঙ্গে হেরে গেলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় সাকিব আল হাসানদের। 

একই দিনে ফুটবল ও ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান—খেলাধুলার ইতিহাসে বেশ দুর্লভ একটা দিনই বটে। আফগান ফুটবল অধিনায়ক ফয়সাল শায়েস্তের কাছে প্রশ্ন করা হলো স্বদেশি ক্রিকেটারদের কোনো শুভেচ্ছা জানাতে চান কি না? 

জবাবে কোনো বনিতা ছাড়াই রশিদ খান-নাজিবুল্লাহ জাদরানদের শুভেচ্ছা জানিয়েছেন ফয়সাল। বলেছেন, 'আমি কয়েকজন ক্রিকেটারকে চিনি। যেমন নাভিদ, জাদরানের সঙ্গে আমার পরিচয় আছে। তাদের শুভকামনা। আফগানিস্তানের মানুষ খেলাধুলা ভালোবাসে। আমি চাই এই খেলাপাগল মানুষদের জন্য ক্রিকেটাররা ম্যাচটা জিতুক।' 

তবে আবদুল্লাহ আল মুতায়িরি এক কাঠি সরেস। বাঁচা-মরার ম্যাচে সাকিবরা চাপে থাকবেন বলে রসিকতা আফগান ফুটবল কোচের, 'আমাদের ক্রিকেট দলের জন্য শুভ কামনা। কারণ, আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব চাপে আছে, তারা তাদের সেরা ম্যাচটা হেরে গেছে (হাসি)। এটা তাদের জন্য অনেক বড় সমস্যা। আফগানিস্তান দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থায় আছে। আমরা একদমই চাপে নেই, বাংলাদেশ চাপে আছে।'

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা