হোম > খেলা > ফুটবল

‘পিএসজির শিরোপা জয় সাধারণ কিছু নয়’ 

লিগ ওয়ানের চলতি মৌসুমের শিরোপা বলতে গেলে আগে থেকেই নিশ্চিত ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। গতকাল আনুষ্ঠানিকভাবে শিরোপা হয়েই গেল তাঁদের। স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগ ওয়ান শিরোপা ধরে রাখল পিএসজি। ক্রিস্তফ গালতিয়েরের কাছে এই শিরোপা কোনো সাধারণ কিছু নয়।

গতকালের ম্যাচের আগে ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পিএসজি। সমান ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল লাঁস। ২০২২-২৩ লিগ ওয়ান জিততে পিএসজির সমীকরণ ছিল ড্র অথবা জয়। লা মেইনাওতে গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলেন লিওনেল মেসি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন মেসি। আর ৭৯ মিনিটে স্ত্রাসবুর্গের গোল করেন কেভিন গ্যামেইরো। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলে টানা দ্বিতীয় লিগ ওয়ান শিরোপা জেতে প্যারিসিয়ানরা।

লিগ ওয়ান জেতা গালতিয়েরের কাছে অনেক বড় কিছু। কথা প্রসঙ্গে তিনি গতকাল বুন্দেসলিগার মৌসুমের শেষ দিনের কথা উল্লেখ করেছেন, যেখানে রুদ্ধশ্বাস এক দিনে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত হয়েছে। ম্যাচ শেষে পিএসজির শিরোপা জয়ী কোচ বলেন, ‘আজ বিকালে বুন্দেসলিগার মৌসুমের শেষ দিনের খেলা দেখেছি এবং আপনি দেখবেন, যেকোনো লিগ জেতা কত কঠিন। ইউরোপীয় লিগগুলোর বর্তমান চ্যাম্পিয়নদের একটু সমস্যায় পড়তে হয়। আমরা প্যারিস সেইন্ট জার্মেই হলেও বিশ্বাস করতে হবে এই শিরোপা জয় কোনো সাধারণ কিছু না।’

গত বছরের ৫ জুলাই পিএসজি কোচের দায়িত্ব নিয়েছিলেন গালতিয়ের। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় শিরোপা জিতলেন তিনি। এর আগে ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়ন পিএসজি জিতেছে তাঁর নেতৃত্বে। তবু পিএসজিতে গালতিয়েরের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নতুন মৌসুম শুরুর আগে তাঁর ছাঁটাই হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি মেসি, এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলারেরও ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার