হোম > খেলা > ফুটবল

‘ফুটবলে যদি বলে কোনো কথা নেই’

কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল ইরানের কাছে। গতকাল আল থুমামা স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে হারানো বা ড্র করলেই শেষ ষোলোয় চলে যেত ইরানিরা। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ গোলে হেরে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় ইরানের। ইরানের কোচ কার্লোস কুইরোজ এখানে কোনো অজুহাত দাঁড় করাতে চান না।

আল থুমামা স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৩৮ মিনিটে সার্জিনো দেস্তের হেড থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ান পুলিসিচ। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে শেষ করে যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয়ার্ধে ইরান দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। অনেকবার গোলের সুযোগ তৈরিও করেছিল। তবে যুক্তরাষ্ট্রের জালে কোনো বল জড়াতে পারেননি ইরানি ফুটবলাররা। ১-০তে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় ঘটে এশিয়া মহাদেশের এই দেশটির।

শেষ ষোলোতে না যাওয়ার হতাশা তো কুইরোজের আছেই। একই সঙ্গে তিনি কোনো অজুহাত দাঁড় করাতে চান না। ইরানের কোচ বলেন, ‘প্রথম ধাপে যুক্তরাষ্ট্র আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে দ্বিতীয় ধাপটা পুরো বিপরীত। আমরা দারুণভাবে ফিরে এসেছি। দ্বিতীয়ার্ধে যদি আমরা গোল করতে পারতাম, তাহলে ভিন্ন কিছু হতো। তবে ফুটবলে যদি বলে কিছু নেই।’

২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে বিধ্বস্ত অবস্থায় বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইরান। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইরান। ২৫ নভেম্বর আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ মুহূর্তের রোমাঞ্চে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দেয় তারা। আর গতকাল যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় ইরানিরা।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই