হোম > খেলা > ফুটবল

প্রবাসীদের ট্রায়ালে জাতীয় দলের জন্য বিবেচিত নন কেউই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে জুলাইয়ে শুরু হবে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। সেখানে কিছু খেলোয়াড়দের ডাকার সম্ভাবনা আছে বললেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও মূল্যায়ন প্যানেলের সদস্য সাইফুল বারী টিটু। ছবি: বাফুফে

জাতীয় স্টেডিয়ামে তিন দিনের ট্রায়ালে ১৪ দেশ থেকে এসেছেন প্রায় অর্ধশত ফুটবলার। প্রত্যেকেরই স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানো। কিন্তু পারফরম্যান্স মূল্যায়ন প্যানেলের কাছে কেউই সেভাবে জাতীয় দলের জন্য বিবেচনায় আসতে পারেনি।

আজ বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও মূল্যায়ন প্যানেলের সদস্য সাইফুল বারী টিটু সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় দলের ক্ষেত্রে এখানে আমরা বেশি বয়সের কথা যদি চিন্তা করি, কেউ কেউ আছে ২৬-২৭ বছরের। তাদের আমরা বলে হয়েছে আইদার ইউ মেক ইট অর ব্রেক ইট। তারা কোনো ক্লাবে খেলে না। কিন্তু এখন ১৯-২০ বয়স হলেও জাতীয় দলের জন্য নেওয়া হয়। তাই জাতীয় দলের প্রক্রিয়ায় যাওয়াটা সহজ না। আমার মনে হয় এটা এখনই চিন্তা করা যাচ্ছে না। এর জন্য আরও পরিশ্রম ও অনেক ত্যাগের দরকার হয়।’

ট্রায়াল শেষে কোন ফুটবলারদের পরবর্তীতে ডাকা হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন টিটু। তিনি বলেন, ‘এখন ওদের নিয়ে সিদ্ধান্তে আসার প্রয়োজন নেই। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যাদের বয়স বেশি আছে তাদের জন্য হয়তো সময় কম। আমরা তিন দিনে ভিডিও রেকর্ডিং করেছি। সেটা দেখে আরও ভালো পর্যবেক্ষণ করা যাবে।’

সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে জুলাইয়ে শুরু হবে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। সেখানে কিছু খেলোয়াড়দের ডাকার সম্ভাবনা আছে। টিটু বলেন, ‘অনূর্ধ্ব ২৩-এ ক্যাম্প শুরু হবে জুলাইয়ে। এখান থেকে কিছু খেলোয়াড় তো ডাকা হবেই। আমরা চেষ্টা করি স্বচ্ছ থাকার। দেশি খেলোয়াড়দের যেন কেউ বঞ্চিত না হয়। হাইপ আছে বলেই যে নিয়ে নিলাম ব্যাপারটা তা নয়। তাই কোয়ালিটি ওইভাবে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত। ভিডিও দেখে আমরা অবশ্যই অনূর্ধ্ব-২৩ দলের জন্য নেওয়ার চেষ্টা করব।’

অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে নজর কেড়েছেন বিতোশক চাকমা। গতকাল প্রীতি ম্যাচে গোলও পেয়েছেন তিনি। তবে তাঁর আসল পরীক্ষা এখনো বাকি আছে বলে মত টিটুর, ‘বিতোশকের খেলা দেখতে খুব সুন্দর। এখন আমাদের সেটিংয়ে ট্রায়াল ক্যাম্পে ডাকলে তখন ওদের আসল পরীক্ষা হবে। আমরা চাই কারও প্রতি যেন অন্যায় না হয়। আমরা এখনো সিদ্ধান্তে যাচ্ছি না। তাদের প্রতিভা এখানেই টেস্টেড হয়নি পুরোপুরি।’

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা