হোম > খেলা > ফুটবল

শেষ ষোলোয় জুভেন্টাসের সামনে রিয়াল

ক্রীড়া ডেস্ক    

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় জুভেন্টাসের সামনে রিয়াল। ছবি: এএফপি

দলের পাশাপাশি ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। ফিফা ক্লাব বিশ্বকাপে অবশেষে চেনা ছন্দে ফিরলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তাঁর একটি করে গোল ও সহায়তায় ‘এইচ’ গ্রুপের ম্যাচে রেড বুল সালসবুর্ককে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শেষ দিকে গোল করেন ভিনিসিয়ুস ও ফেদে ভালভার্দে, ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ান গঞ্জালো গার্সিয়া।

জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ কেমন ফুটবল খেলতে পারে, সেটির একটি ধারণা পাওয়া গেল। প্রত্যাশিত জয়ে তারা নিশ্চিত করল গ্রুপের শীর্ষস্থান। শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। তবে পরের রাউন্ডে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে।

গোল না পেলেও ম্যাচজুড়ে দারুণ খেলেছেন জুড বেলিংহাম ও চুয়ামেনি। নতুন ক্লাবে ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডও খাপ খাইয়ে নিচ্ছেন নিজেকে, আর্দা গুলার, ফ্রান গার্সিয়াও ভালো খেলেছেন। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ফিলাডেলফিয়ায় এই ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে সালসবুর্ককে চাপে রাখে রিয়াল। প্রথম ভালো সুযোগটি আসে ২০ মিনিটে। বেলিংহামের পাস থেকে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস।

৪০ মিনিটে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুসই। নিজেদের অর্ধ থেকেই বেলিংহামের পাস পেয়ে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকেই গড়ানো শটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। দলের দ্বিতীয় গোলেও ভিনিসয়ুসের অবদান। আলতো ব্যাক হিল করেন তিনি ভালভার্দেকে। কাজ শেষ করতে ভুল করেননি উরুগুয়ান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে সালসবুর্ক কিছুটা গুছিয়ে নিয়ে আক্রমণ করলেও লাভ হয়নি। উল্টো ৮৪ মিনিটে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন গার্সিয়া। আর্নল্ডের বাড়ানো বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সালসবুর্কের রক্ষণভাগ। গার্সিয়া বল নিয়ে এগিয়ে দ্রুততায় বক্সের ভেতর ঢুকে ডান পাশ থেকে দারুণ ফিনিশিংয়ে পরাস্ত করেন গোলকিপারকে। একই দিনে পাচুকাকে ২-০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপের রানার্স আপ হয়েছে আল-হিলাল। তারা শেষ ষোলোয়া লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার