হোম > খেলা > ফুটবল

মেসিদের বিপক্ষে উজ্জীবিত থাকবে বায়ার্ন, বলছেন নাগলসম্যান

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। তার আগে বুন্দেসলিগায় নিজেদের প্রস্তুতি সেরে নিল বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনাতে বোখামকে গতকাল ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। এই বড় জয় পিএসজির বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করেন কোচ হুলিয়ান নাগলসম্যান। 

আলিয়াঞ্জ অ্যারেনাতে গতকাল দাপট দেখিয়ে খেলেছে বায়ার্ন। ম্যাচে বোখামের লক্ষ্য বরাবর শট করেছিল ১২ টি। বায়ার্নের গোল তিনটি করেছেন থমাস মুলার, কিংসলে কোমান ও সার্জিও ন্যাব্রি। যার মধ্যে কোমান বদলি খেলোয়াড় হিসেবে নেমে গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগের আগে এই জয় খুব গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ নাগলসম্যান। বায়ার্ন কোচ বলেন, ‘এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মঙ্গলবার পিএসজির বিপক্ষে ম্যাচে এ জয় আমাদের অনুপ্রাণিত করবে। আমরা আরও উন্নতি করতে চাই।’ 

বায়ার্ন ৬ বার চ্যাম্পিয়নস লিগ জিতলেও পিএসজি একবারও জিততে পারেনি। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে একবারই ফাইনাল খেলেছিল পিএসজি। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় প্যারিসিয়ানরা। 

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ