হোম > খেলা > ফুটবল

পিএসজির কোচের পদ নিয়ে মজা করলেন মরিনহো

চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় তারকানির্ভর দল সাজিয়েছিল পিএসজি। কিন্তু আক্রমণভাগে বিশ্বের সেরা তিন তারকা ফুটবলারকে নিয়ে এবারও ব্যর্থ দলটি। এতে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমারদের সঙ্গে ব্যর্থতার দায় পড়েছে কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাঁধেও। 

শোনা যাচ্ছে, এক বছরের মাথায় চাকরি হারাতে যাচ্ছেন গালতিয়ের। ইতিমধ্যে নাকি তাঁর বিকল্প হিসেবে কোচ খোঁজাও শুরু করে দিয়েছে ফরাসি ক্লাব। গুঞ্জন উঠেছে, জোসে মরিনহো তাঁর জায়গা নিতে পারেন। কিন্তু মরিনহো এমন প্রশ্ন শুনে গতকাল ইউরোপা লিগের সংবাদ সম্মেলনে মজা করলেন। 

পিএসজির সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন মরিনহো। প্যারিসের ক্লাবের বিষয়ে হাসি দিয়ে পর্তুগিজ কোচ বলেছেন, ‘যদি তারা ফোন করে থাকে, তাহলে আমাকে খুঁজে পায়নি। তাদের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি।’ 

বর্তমানে রোমার কোচের দায়িত্ব পালন করছেন মরিনহো। ২০২৪ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাবের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ রয়েছে। ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনহোর অধীনেই গত বছর ইউরোপা কনফারেন্স কাপের উদ্বোধনী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রোমা। আর আজ ইউরোপা লিগের সেমিফাইনালে খেলবে তারা। প্রতিপক্ষ জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেন। 

রাতের প্রতিপক্ষকে নিয়ে মরিনহো বলেছেন, ‘তারা এই মুহূর্তে খুব বিপজ্জনক দল, তারা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে প্রতিপক্ষের বল হারানোর অপেক্ষায় থাকে। এরপর সেই সুযোগ নিয়ে আক্রমণে ওঠে, তখন তাদের থামানো কঠিন হয়।’

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র