হোম > খেলা > ফুটবল

যুদ্ধবাজ রাশিয়াকে লেভানডফস্কিদের ‘না’

ইউক্রেনে সেনাদের হামলার বড় মূল্যই বুঝি চুকাতে যাচ্ছে রাশিয়ান ফুটবল দল! রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ খেলবে না বলে সোজা জানিয়ে দিয়েছে পোল্যান্ড। 

২৪ মার্চ মস্কোতে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনাল ম্যাচ খেলার কথা রাশিয়া-পোল্যান্ডের। রাশিয়া ও ইউক্রেন আপাতত তাদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ইউয়েফা। এই দুই দেশকে খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। 

ম্যাচ যেখানেই হোক, রাশিয়ার বিপক্ষে বাছাইপর্ব খেলতে সরাসরি আপত্তি জানিয়ে বসেছেন পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান সেজারে কুলেসজা। টুইটারে তিনি লিখেছেন, ‘আর কোনো কথা নয়, এবার ব্যবস্থা নেওয়ার পালা। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন বাড়তে থাকায় পোলিশ জাতীয় দল সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার বিপক্ষে প্লে-অফ ম্যাচ তারা খেলবে না’

পোল্যান্ড, রাশিয়া ছাড়াও বাছাইপর্বের প্লে-অফ পর্বের ‘বি’ গ্রুপে আছে সুইডেন ও চেক প্রজাতন্ত্র। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। রাশিয়াকে প্লে-অফ বাদ দিতে সুইডিস ও চেক ফুটবল সংস্থার সঙ্গে কথা বলেছেন বলেও টুইটারে লিখেছেন কুলেসজা, ‘এটাই এখন সঠিক সিদ্ধান্ত। সুইডেন-চেক প্রজাতন্ত্র আমাদের সঙ্গে ঐকমত্যে এসেছে।’ 

রাশিয়ার বিপক্ষে খেলতে আপত্তি তুলেছেন পোল্যান্ডের সবচেয়ে বড় তারকা রবার্ট লেভানডফস্কি। এফএ প্রধানের সঙ্গে রাশিয়াকে তাড়াতে একমত হয়েছেন তিনিও, ‘এমন একটা যুদ্ধ পরিস্থিতিতে আমরা রাশিয়ার বিপক্ষে ম্যাচ খেলব কল্পনাই করতে পারছি না। এমন পরিস্থিতির জন্য রাশিয়ান ফুটবলাররা দায়ী নয় কিন্তু তাই বলে কিছু হয়নি এমন ভাব নিয়ে তো আমরা বসে থাকতে পারি না।’

সুইডেন-চেক আর পোল্যান্ড প্রজাতন্ত্র শুধু বৈঠকই করেনি। এই তিন দেশ মিলে রাশিয়াকে প্লে-অফ খেলা থেকে বিরত রাখতে এক হয়ে চিঠি দিয়েছে ফিফাকেও। ফিফা মহাসচিব ফাতমা সামুরাকে দেওয়া চিঠি লেখা হয়েছে, ‘রাশিয়াতে বর্তমান পরিস্থিতির দিকে গভীর নজর রেখেছে পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্র। রাশিয়ান অঞ্চলে খেলা যেকোনো জাতীয় দলের জন্য বিপজ্জনক। উয়েফা ও ফিফার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি আমরা।’ 

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন