বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে এক রকম উড়িয়েই দিয়েছে পর্তুগাল। শুরুর একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো না থাকায় অধিনায়কের আর্মব্যান্ড পরেন পেপে। ৬-১ গোল জয়ের ম্যাচে উজ্জ্বল ছিলেন এই সেন্টার ব্যাক, করছেন একটি গোলও।
ম্যাচের ৩৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কর্নার কিক থেকে লাফিয়ে উঠে হেডে দারুণ দক্ষতায় গোল করেন পেপে। তাতে পেপে হয়ে গেলেন বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার। ৩৯ বছর ২৮৩ দিন গোল করেছেন পেপে।
নকআউট পর্বে ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার ৩৮ বছর ২ মাস বয়সে গোল করেছিলেন। এই রেকর্ড এখন পেপের দখলে। তবে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড রজার মিলারই। ১৯৯৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে ৪২ বছর ৩৯ দিনে গোল করেছিলেন ক্যামেরুন স্ট্রাইকার।
বয়স ৪০ ছুঁই ছুঁই হলেও পেপের পারফরম্যান্সের ধার আগের মতোই। গতকাল সুইসদের বিপক্ষেও খেলেছেন পুরো ৯০ মিনিট। ১৩২ ম্যাচে পর্তুগালের হয়ে ৮ গোল করেছেন এই ডিফেন্ডার। কাতারে খেলছেন নিজের চতুর্থ বিশ্বকাপ। বিশ্বমঞ্চে পেপের গোলসংখ্যা ২।