অবসর সময়ে পোকার খেলতেই যেন বেশি পছন্দ নেইমারের। পোকার খেলতে গিয়েই এক মজার ঘটনা ঘটিয়েছেন তিনি। এবার মোটা অঙ্কের টাকা হারানোর ‘কৌতুক’ করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
অনলাইনে পোকার খেলার সময় সোমবার ফেসবুকে লাইভে এসেছিলেন নেইমার। খেলার সময় তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ট। একই সঙ্গে পিএসজির এই ফরোয়ার্ডের ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৫৭ লাখ টাকা) খোয়ানোর কথা শোনা গেছে। নেইমারের এক বন্ধু তখন মন্তব্য করেন, ‘৬০ মিনিটেই মিলিওয়নিয়ার থেকে জিরো।’ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরপর মজা করে বলেন, ‘আমি ইউটিউবে এই ঘটনা (টাকা হারানোর ঘটনা) আপলোড করব।’ এরপর ফেসবুক লাইভ বন্ধ করেন তিনি। পরে জানা গেছে, মজা করতেই এমনটা করেছিলেন নেইমার।
এর আগে গত মাসে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির হারের পর নেইমারকে ম্যাকডোনাল্ডসে পোকার খেলতে দেখা যায়। নেইমারের এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কটাক্ষ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ক্রিস্তফ গালতিয়ের তখন বলেছিলেন, ‘ছুটির দিনে সে পোকার খেলতেই পারে।’