হোম > খেলা > ফুটবল

গার্দিওলার কান্না ছিল ‘মায়াকান্না’

ঢাকা: গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় গেছেন সার্জিও আগুয়েরো। ১ জুন বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় এই আর্জেন্টাইন তারকার। বন্ধু লিওনেল মেসির সঙ্গে আগুয়েরোর জুটি বাঁধা নিয়ে কাল উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগুয়েরোর বাবা লিওনেল দেল কাস্তিও। একই সঙ্গে পেপ গার্দিওলার চোখের পানিকে ‘ছলনা’ দাবি করে নিজের ক্ষোভও ঝেরেছেন তিনি।

গত ২৩ মে ম্যান সিটির জার্সিতে এভারটনের বিপক্ষে শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছিলেন আগুয়েরো। ম্যান সিটির ৫-০ গোলে জয়ের ম্যাচে আগুয়েরো করেছিলেন দুই গোল। ইপিএলে আগুয়েরোর বিদায়ী ম্যাচ উপলক্ষে খুব কেঁদেছিলেন গার্দিওলা।

কাল গার্দিওলার এই কান্নাকে ‘মায়াকান্না’ দাবি করে আগুয়েরোর বাবা বলেছেন, ‘আমি গার্দিওলাকে বিশ্বাস করি না। সে আমার ছেলেকে কখনোই তার দলে চাইতো না। গার্দিওলা সব সময় নেতা হতে চান।’

সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি ছিল আগুয়েরোর শেষ ম্যাচ। সেটি জিতলে সিটির জার্সিতে আগুয়েরোর শেষটা হয়তো আরও রঙিন হতো। তবে সিটির হয়ে ১০ বছরে আগুয়েরো যা পেয়েছেন, তাও কম নয়। ইপিএলে কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড আগুয়েরোর (১৫৮)। পাঁচবার প্রিমিয়ার লিগ জিতেছেন সিটির হয়ে।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা