হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগ নিয়ে ঠাট্টা করতে নিষেধ করেছেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির সামনে আজ ট্রেবল জয়ের হাতছানি। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। এই ফাইনালে ভক্তদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন পেপ গার্দিওলা। 

চ্যাম্পিয়নস লিগের আবহ সংগীতে গান নিয়ে ম্যানচেস্টার সিটির সমর্থকদের দুয়োধ্বনির ঘটনা অবশ্য ১০ বছরেরও বেশি পুরোনো। ২০১১-১২ মৌসুমে ইউরোপা লিগে পোর্তো ভক্তরা মারিও বালোতেল্লিকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। পোর্তোকে তখন ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২৩ লাখ ২৭ হাজার টাকা। এরপর স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে ম্যান সিটিকে ৩০ হাজার ইউরো (৩৫ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। এরপর থেকেই চ্যাম্পিয়নস লিগ মানেই সিটি সমর্থকদের দুয়োধ্বনি। ইস্তাম্বুলের ফাইনালের আগে যেন সেই ব্যপারটি আরও একবার মনে করিয়ে দিলেন। সংবাদ সম্মেলনে সিটি কোচ বলেন, ‘এই দিনটা আসলেই উদযাপনের দিন। ইন্টার এবং সিটির ভক্তদের কাছে আজ খুশির দিন। উদযাপন হবেই। দারুণ এই প্রতিযোগিতা আয়োজন করে উয়েফা। তারা যা করছে, তাদের নিঃশর্তভাবে সমর্থন করা উচিত। আগে যা হওয়ার তা হয়ে গেছে। আমরা আর উপহাস করব না।’ 
 
হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ-যেকোনো একজন আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গড়বেন ইতিহাস। দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জেতার রেকর্ড গড়বেন যেকোনো এক আর্জেন্টাইন। গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলে ছিলেন আলভারেজ ও মার্তিনেজ। আর আলভারেজ জিতলে তো কোয়াড্রুপল জিতবেন।

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা