হোম > খেলা > ফুটবল

নাপোলিকে শিরোপা জেতানো কোচ এবার ইতালির দায়িত্বে 

লুসিয়ানো স্পালেত্তির অধীনে গত মৌসুমে সিরি আ জিতেছিল নাপোলি, যা ছিল ইতালিয়ান ক্লাবটির দীর্ঘ ৩৩ বছর পর সিরি আ জয়। এবার তিনিই পেয়েছেন ইতালির প্রধান কোচের দায়িত্ব। 

স্পালেত্তিকে ইতালির প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়ার কথা গতকাল জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এফআইজিসি সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় দলের ভালো একজন কোচের দরকার ছিল। তিনি যে রাজি হয়েছেন, তাতে আমি খুব খুশি। ইতালির জন্য সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা কাটিয়ে উঠতে তার আগ্রহ, দক্ষতা বেশ কাজে দেবে।’ 

ইতালির প্রধান কোচের পদ থেকে গত রোববার পদত্যাগ করেছেন রবার্তো মানচিনি। ২০২৬ এর জুন পর্যন্ত মানচিনির সঙ্গে ইতালির চুক্তি থাকলেও আগেভাগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপের পর ইতালির কোচ হয়েছিলেন মানচিনি। তাঁর অধীনে ২০২১ সালে ইউরো জিতেছিল ইতালি। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ইতালি উঠতে ব্যর্থ হয়। ২০১৮,২০২২ টানা দুই বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় আজ্জুরিরা। মানচিনির জায়গায় গতকাল স্থলাভিষিক্ত হয়েছেন স্পালেত্তি। 

স্পালেত্তির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৯৯৯ ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তিনি। জিতেছেন ৫১৭ ম্যাচে, ২৩৭ ম্যাচে ড্র করেছেন ও এবং হেরেছেন ২৪৫ ম্যাচে। নাপোলি, ইন্টার মিলান, উদিনেস, সাম্পদোরিয়ার মতো ক্লাবগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ