হোম > খেলা > ফুটবল

মাদ্রিদ ছাড়ার সময় কাঁদছিলেন ওজিল 

ফুটবলকে কয়েকদিন আগেই বিদায় জানিয়েছেন মেসুত ওজিল। তবু এক পুরনো ঘটনা মনে করে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন ওজিল। রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সময় কান্নার কথা স্মরণ করেছেন জার্মানির সাবেক এই মিডফিল্ডার।

২০১৩ এর ঘটনা। রিয়াল মাদ্রিদে হঠাৎ করে সময় খারাপ হওয়া শুরু করে ওজিলের। রিয়ালের হয়ে ম্যাচ খেলার সুযোগ হচ্ছিল না তেমন একটা। রিয়ালের সভাপতির সঙ্গে ওজিলের বাবা ও এজেন্টের ঝামেলা হয়েছিল। এরপর মাদ্রিদ ছেড়ে আর্সেনালে চলে গিয়েছিলেন জার্মানির সাবেক মিডফিল্ডার।

আর্সেনালে গেলেও রিয়ালকে যেন ভুলতেই পারছিলেন না ওজিল। তিন মৌসুম রিয়ালে খেলে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন তিনি। ১০ বছর আগের ঘটনা স্মৃতিচারণ করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জার্মানির সাবেক মিডফিল্ডার বলেন, ‘মাদ্রিদ ছাড়ার সময় আমার খুব মন খারাপ হয়েছিল। বিমানবন্দরের একটা ঘটনা আমার মনে আছে। যখন বিমান ছেড়ে যাচ্ছিল, তখন আমি কাঁদছিলাম। রিয়ালে আমি বেশ খুশি ছিলাম। কিন্তু হঠাৎ করে মৌসুমের শুরুতে আমি বেশি খেলিনি। জনাব ফ্লোরেন্তিনো পেরেজ, আমার বাবা এবং এজেন্টের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। বিমান ছাড়ার সময় আমার চোখ দিয়ে জল পড়ছিল।’ 

২০১৮ তে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে ছবি তোলায় সমালোচনার শিকার হয়েছিলেন ওজিল। এরপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন জার্মানির সাবেক মিডফিল্ডার। আন্তর্জাতিক ফুটবলে ৯২ ম্যাচে করেছেন ২৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪০ গোলে। আর ক্লাব ফুটবলে ৬৪৫ ম্যাচে ১১৪ গোল করেছেন এবং ২২২ গোলে অ্যাসিস্ট করেছেন।

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল