হোম > খেলা > ফুটবল

ভারতকে হারানোর সাহস পাচ্ছেন তপুরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কাল ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এমন আশা হয়তো কেউ করেনি। ম্যাচটা জামালরা জেতেনি। কিন্তু শেষ ১০ মিনিটে দারুণ এক লড়াইয়ের পর যে ড্র এসেছে সেটিও জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র থেকে পাওয়া সাহসটা তপু-জিকোরা কাজে লাগাতে চান ভারত ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ৭ জুন।

দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে পিছিয়ে পড়েও তপু বর্মণের গোলে আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে এই ড্রয়ের পুরো কৃতিত্বটাই শিষ্যদের দিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচের প্রথমার্ধে প্রায় পুরোটা সময় আফগানদের ছায়ায় ঢাকা পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করে গোল। সেই গোলের পর থেকে খেলার ধরন পাল্টেছে বাংলাদেশ। রক্ষণের খোলস থেকে বের হয়ে জামাল ভূঁইয়ারা হয়েছেন আক্রমণাত্মক। যে পাঁচ খেলোয়াড় বদলেছেন বাংলাদেশ কোচ জেমি, তিনজনই আক্রমণভাগের খেলোয়াড়। শেষদিকে আফগানদের রক্ষণাত্মক কৌশলে ঢুকে যাওয়ার সুযোগটাই নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শেষ ২০ মিনিটকে নিজেদের সেরা সময় বলছেন জেমি। ওই সময়ের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন বাংলাদেশ কোচ, ‘শেষ ২০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। ভাগ্য আরেকটু সহায় হলে ম্যাচের ফলটা আমাদের পক্ষে থাকতে পারত। আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল। যে ফল হয়েছে তাতে আমরা খুশি।’

আফগানিস্তানের বিপক্ষে ড্র ভারত ম্যাচের আগে বাড়তি সাহস জোগাবে বলে মনে করেন জেমি ডে। ম্যাচের নায়ক তপুও কোচের কথার সঙ্গে একমত, ‘আমরা ইতিবাচক ছিলাম। পরের ম্যাচেও আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামব। আফগানিস্তান ম্যাচ থেকে আমরা যে সাহস পেয়েছি, সেটা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে জিততে চাই।’

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো