হোম > খেলা > ফুটবল

পরিবারের সঙ্গে মেসির জন্মদিন উদ্‌যাপন 

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির প্রথম জন্মদিন বলে কথা। সেই উদ্‌যাপন তো এত তাড়াতাড়ি শেষ হবার নয়। পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করে তা আরও স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার। 

৩৬ বছর মেসি পূর্ণ করেছেন গত পরশু। নিজের ৩৬তম জন্মদিন উদ্‌যাপন করতে তিনি গেছেন রোজারিওতে। গতকাল পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন মেসি। বাড়িতে করা জন্মদিনের আয়োজন ছিল দারুণ। পরিবারের সঙ্গে ছবি তুলে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। টেবিলে রাখা জন্মদিনের কেকের ওপর হলুদ রঙে লেখা ছিল ৩৬। আর বড় করে লেখা ৩৬ সংখ্যা সুতোয় ঝুলিয়েছেন। ঝুলিয়ে দেওয়া এই সংখ্যাটিও হলুদ রঙের। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ। রোজারিওতে এ রকম জন্মদিন উদ্‌যাপন খুব উপভোগ করছি। খুব ভালো লাগছে।’ 

গত পরশু জন্মদিনের দিন মেসিকে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে দারুণভাবে স্বাগত জানানো হয়। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। মেসি এই ম্যাচে খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার হ্যাটট্রিক করে জন্মদিন রাঙিয়েছেন নিজের মতো করে।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র