হোম > খেলা > ফুটবল

বিমানবন্দরে নেইমারকে আল হিলালের রাজকীয় বরণ 

আল হিলালে খেলতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। বিমানবন্দরে তাঁকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। 

রিয়াদে বিমানবন্দরে আজ সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল-আল ফেইহা। হয়তো আজই আল হিলালের হয়ে অভিষেক হয়ে যেতে পারে নেইমারের। 

আল হিলালে খেলতে সৌদির বিমানে গতকাল উঠেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিমানে ওঠার বেশ কিছু ছবি আল হিলাল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস এখন রিয়াদের পথে।’ নেইমার হিলালি, আল হিলাল—এ দুটো শব্দ হ্যাশট্যাগও দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।  

সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এ ছাড়া বাড়ির কাজের জন্য পাঁচজন স্টাফ সব সময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন পাঁচ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা)।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ