হোম > খেলা > ফুটবল

হামজাদের ম্যাচে খরচ হয়নি এক টাকাও, দাবি বাফুফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। ছবি: আজকের পত্রিকা।

জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে ৫ বছর পর। ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ঘুচেছে সেই অপেক্ষা। এর ৫ দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ। স্বাগতিকেরা ম্যাচটি ২-১ গোলে হেরে যাওয়ায় হতাশার কমতি ছিল না।

দুটি ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল প্রবল। বাফুফেও পেয়েছে প্রচুর পৃষ্ঠপোষক। তাই ম্যাচ দুটি আয়োজনে নিজেদের তহবিল থেকে এক টাকাও খরচ করতে হয়নি বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।

ভুটান-সিঙ্গাপুর ম্যাচের ভুলত্রুটি নিয়ে বাফুফে ভবনে আজ বৈঠক করেছে কম্পিটিশন কমিটি। সংবাদমাধ্যমে তাজওয়ার বলেন, ‘ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে বাফুফের পকেট থেকে কোনো অর্থ খরচ হয়নি। ওই দুই ম্যাচের আয় দিয়েই মেটানো হয়েছে সকল খরচ। দুর্ভাগ্যবশত অর্থের বিষয়টি আমাদের কমিটির অধীনে পড়ে না। এ নিয়ে অর্থ কমিটির কাউকে প্রশ্ন করলে ভালো উত্তর পাওয়া যাবে। লাভ হয়েছে কি না জানি না। যেটুকু জানি, যা ব্যয় হয়েছে সেখানে বাফুফের পকেট থেকে এক টাকাও খরচ হয়নি।’

সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা ছিল বাফুফের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চাওয়ায় ঘাস তোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে।

তাজওয়ার বলেন, ‘মাঠে ঘাস নিয়ে একটা সমস্যা ছিল। সিঙ্গাপুর ম্যাচের পর আমাদের পরিকল্পনা ছিল ঘাস তুলে নিয়ে নতুন করে লাগাব। কিন্তু চিন্তা করে দেখলাম অক্টোবরে যেহেতু ম্যাচ আছে, তাই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এই মাঠটা রক্ষণাবেক্ষণ করব আমরা। ঘাস নিয়ে কাজ চলবে, যাতে করে আরও উন্নতি করা যায়।’

অনলাইনে টিকিট কাটা নিয়ে এবার ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে দর্শকের। তবু অনলাইন থেকে সরে আসছে বাফুফে। তাজওয়ার বলেন, ‘এ পথটাই সঠিক পথ। আগামীতেও অনলাইনে টিকিট বিক্রি হবে। তবে প্রক্রিয়াটি আরও সহজ করতে চাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি খেলায় টিকিট নিয়ে ঝামেলা হয়। এটা ফুল প্রুফ করা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত দর্শকেরা সংগঠিত ব্যবস্থার মধ্যে থাকেন। অনেকে বাইরে থেকে টিকিট কিনেছে। যদিও সিঙ্গাপুর ম্যাচে আমরা তেমনটা শুনিনি। আমরা চেষ্টা করছি সেটা কীভাবে শুধরানো যায়।’

জাতীয় স্টেডিয়ামে গ্যালারির টয়লেট থেকে শুরু করে বেশ কিছু অব্যবস্থাপনা ঠিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করবে বাফুফে।

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা