লিগ ওয়ানে রেঁনের বিপক্ষে শুরুতেই চমকে দেখায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমন ‘পুঁচকে’ দলের বিপক্ষে মেসি-নেইমার-এমবাপ্পেকে কেন খেলানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রশ্নও তুলেছেন অনেকে। কিন্তু কে জানত, এই তিনজনকে নিয়েও হার এড়াতে পারবে না প্যারিসের পরাশক্তিরা। গতকাল রোববার রেঁনের কাছে ২-০ গোলে হেরেছে পিএসজি।
এদিন প্রথমার্ধে ৭০ শতাংশ বলের দখল নিয়ে আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল পিএসজি। প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি পিএসজি। উল্টো কামালদেন সুলিমানার দারুণ এক ক্রসে গায়েতান লাবোর্ডের গোলে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে প্যারিস পরাশক্তিরা।
বিরতির পরও কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় ধাক্কা খায় পিএসজি। ফ্লাভিয়েন টাইটের দুর্দান্ত এক ফিনিশিংয়ে ৪৬ মিনিটেই পিছিয়ে পড়ে লিগ ওয়ানে শীর্ষে থাকা দলটি। পরপর দুই গোল খেয়ে অবশ্য ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে অপরাজিত থাকা পিএসজি।
এরপর আক্রমণে গিয়ে বেশ কবার চেষ্টাও তারা। তবে কাঙ্ক্ষিত গোল দূরে থাক, গোটা ম্যাচেও লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। তবে একবার ঠিকই লক্ষ্যভেদ করে পিএসজি ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন এমবাপ্পে। ভিআরের ফাঁদে অফসাইডে বাতিল হয় গোলটি। শেষ দিকে মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখেছেন এই ফরাসি তারকা।
এর আগে লিগ ওয়ানে ৮ ম্যাচের প্রতিটি জিতেছিল পিএসজি। তবে ৯ম ম্যাচে এসে পারেনি তারা। হার নিয়ে মাঠ ছাড়ল পিএসজি।