হোম > খেলা > ফুটবল

বান্ধবীকে নিয়ে সময় কাটানোর সময় দোনারুমার বাড়িতে ডাকাতি 

জিয়ানলুইজি দোনারুমার বাড়িতে হয়েছে ভয়ংকর ডাকাতি। কয়েক কোটি টাকার জিনিসপত্র চুরি হয়েছে পিএসজির এই গোলরক্ষকের বাড়ি থেকে। 

পুলিশের সূত্র ফরাসি গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল গভীর রাতে ঘটেছে ডাকাতির ঘটনা। প্যারিসে দোনারুমা ও তাঁর সঙ্গিনী অ্যালেসিয়া এলিফান্তিকে বেঁধে রেখে একদল ডাকাত এই ঘটনা ঘটিয়েছে। বাড়ির লোকেরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন এবং তাঁদের (দোনারুমা ও এলিফান্তি) হাসপাতালে নিয়ে যান। ঘটনায় হালকা চোট পেয়েছেন দোনারুমা। আর ডাকাত দল পালিয়ে তাদের বাড়ি থেকে কাছাকাছি এক হোটেলে আশ্রয় নেয়। কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে, তার সঠিক পরিমাণ জানা যায়নি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম অ্যাক্টু সেভেনটিন জানিয়েছে, ডাকাতেরা স্বর্ণালঙ্কার, ঘড়ি, দামী কাপড় চুরি করেছে। চুরি হওয়া জিনিসপত্রের নাম ৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৬ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা। প্যারিস প্রসিকিউটরস অফিস বিবিসিকে বলেছে, ‘মিস্টার দোনারুমার বাড়িতে যে সশস্ত্র ডাকাতি হয়েছে, সেই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’ 

দোনারুমাই প্রথম পিএসজি ফুটবলার হিসেবে যে ডাকাতদের আক্রমণের শিকার হয়েছেন, তা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ সময় ফুটবলাররা বাড়িতে ছিলেন না। এর আগে ২০২১ এর মার্চে প্যারিসের পশ্চিমে ইভেলিনসে মারকিনিওসের বাড়িতে ডাকাতি হয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবলার ঘটনার সময় ম্যাচ খেলছিলেন তবে তাঁর বাবা ও দুই মেয়ে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাবাকে আহত করেছিল ডাকাতরা। এই ঘটনায় এ বছরের জানুয়ারিতে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন